এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের উত্তরবঙ্গে বড়সড় ভাঙ্গন, গেরুয়া শিবিরে মোহভঙ্গ, তৃণমূল আস্থা

ফের উত্তরবঙ্গে বড়সড় ভাঙ্গন, গেরুয়া শিবিরে মোহভঙ্গ, তৃণমূল আস্থা


গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একটি আসন বাদে প্রায় সব কটিতেই ফুটে গিয়েছিলো পদ্মফুল। আর এর পর থেকেই দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে দার্জিলিং, প্রতিটা জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। তবে বর্তমান সেই অবস্থার অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া গেল। যেখানে উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ফাটল দেখা গেল। সূত্রের খবর, এবার আলিপুরদুয়ারের চাপরের পার্ট 2 অঞ্চলের সলসলাবাড়ি এলাকার প্রায় 500 জন ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর বিজেপি ছেড়ে এই বিপুল মাত্রায় তৃণমূলে যোগদান উত্তরবঙ্গে বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে 2021 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের গুটি সাজাতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য কমিটিতে পরিবর্তন এনেছে তারা। চেষ্টা করছে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে বিভিন্ন জায়গায় নিজেদের জমিকে আরও শক্তিশালী করার। আর এই পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে ভালো ফল করলেও, এবার সেই বিজেপি ছেড়ে প্রচুর কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান উত্তরবঙ্গে বিজেপির ভিতকে অনেকটাই নাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিজেপি থেকে আগত কর্মী-সমর্থকদের নিজেদের দলে যোগদান করিয়ে তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “গত লোকসভা ভোটে বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকলেও, অঞ্চলে আমরা দেড় হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলাম। এদিন সলসলাবাড়ি এলাকার প্রায় 500 জন তৃণমূলে যোগদান করেন। অনেকেই আরও তৃণমূলে যোগদান করবেন। এখন সামাজিক দূরত্ব মেনে সবাইকে যোগদান করানো সম্ভব হয়নি। ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হল।” কিন্তু হঠাৎ করেই মানুষ কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন?

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের পরবর্তী সময়ে এখন প্রতিটা রাজনৈতিক দল লকডাউনের সময় তারা কিভাবে মানুষের পাশে থেকেছে, তা প্রমাণ করতে মরিয়া। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির কর্মী-সমর্থকদের নিজেদের দিকে টেনে এনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাতে গেরুয়া শিবির এখন কি পদ্ধতি অবলম্বন করে, তার দিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!