এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আদিবাসীদের বাড়িতে অমিত শাহর মধ্যাহ্নভোজনকে তীব্র কটাক্ষ অভিষেকের, জেনে নিন

আদিবাসীদের বাড়িতে অমিত শাহর মধ্যাহ্নভোজনকে তীব্র কটাক্ষ অভিষেকের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে অমিত শাহ রাজ্যে পা দিলেন। গত মার্চের পর এই নভেম্বরে তিনি বাংলায় এলেন। তবে অমিত শাহের বাংলায় আসার উদ্দেশ্য যে কি, তা এইমুহুর্তে সবার জানা। 2019 এর লোকসভা নির্বাচনে যেভাবে গেরুয়া শিবির মাথা তুলে দাঁড়িয়েছে বাংলার মাটিতে, সেই ক্ষমতাকে আরও জোরদার করতে অমিত শাহের আগমন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অমিত শাহ এই দিন বাংলায় এসে মধ্যাহ্নভোজন সারেন বাঁকুড়ার এক আদিবাসী দম্পতির বাড়িতে। একইভাবে তিনি আজকে মধ্যাহ্নভোজন সেরেছেন কলকাতায় এক মতুয়া দম্পতির বাড়িতে।

যথারীতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মধ্যাহ্নভোজন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এই পুরোটাই রাজনৈতিক চমক বলে ইতিমধ্যেই দাবি করেছে শাসকদল। এদিন টুইটারে অমিত শাহের মধ্যাহ্নভোজনকে তীব্র কটাক্ষ করেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সদ্য ঘটে যাওয়া উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার উল্লেখ করেন। অমিত শাহকে ট্যাগ করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন। অভিষেক লেখেন, আদিবাসী পরিবারে স্বরাষ্ট্রমন্ত্রীর নাটকীয় খাওয়া-দাওয়ার থেকে উত্তরপ্রদেশে দলিত কন্যাকে ধর্ষণ করে খুন মানুষের মনে এখনো তরতাজা রয়েছে।

পাশাপাশি তিনি অমিত শাহের কাছে প্রশ্ন রেখেছেন, আদিবাসী সম্প্রদায়ের সমস্যা নিয়ে অমিত শাহ কেন কোন কথা বললেন না এই সফরে? প্রসঙ্গত, বাঁকুড়া রবীন্দ্রভবনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, তার পরেই তিনি মধ্যাহ্নভোজন সারেন বৃহস্পতিবার আদিবাসী গ্রাম চতুরডিহিতে এক আদিবাসী বিভীষণ হাঁসদার বাড়িতে। অমিত শাহের জন্য একাধিক নিরামিষ পদের ব্যবস্থা হয়েছিল বলে জানা গিয়েছে এবং অমিত শাহও পরিতৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজন সেরেছেন বলে খবর। অন্যদিকে এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অমিত শাহের কাছে প্রশ্ন রেখেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিভাবে আদিবাসীদের ওপর অত্যাচার চলে বছরের পর বছর ধরে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে অমিত শাহের মধ্যাহ্নভোজনকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন তীব্র কটাক্ষ করেন। অমিত শাহের উদ্দেশ্যে বলেন তিনি, জাতপাতের রাজনীতি করার জন্যই বাংলায় এসেছেন অমিত শাহ। দেশজুড়ে যেখানে আদিবাসীরা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে তখন অমিত শাহ রাজনৈতিক চমক দেওয়ার জন্য আদিবাসী বাড়িতে খেতে বসেছেন। অধীর চৌধুরী অমিত শাহের এই পদক্ষেপকে রাজনৈতিক স্টান্ট বলে ব্যাখ্যা করেছেন। মূলত সাম্প্রদায়িকতা ছড়ানোই লক্ষ্য বিজেপির বলে তাঁর দাবি। অন্যদিকে একইভাবে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর এদিন অমিত শাহের উদ্দেশ্যে বলেন, আদিবাসী বাড়িতে খাওয়ার জন্য হেলিকপ্টারে করে আসার প্রয়োজন পড়েনা।

তাঁদের পাশে থাকলে প্রতিদিনই তাঁদের সাথে খাওয়া যায়। সবমিলিয়ে অমিত শাহের মধ্যাহ্নভোজন ঘিরে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে টানটান উত্তেজনা। অন্যদিকে গেরুয়া শিবিরের অনেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজন সারাকে বিজেপির প্রথা বলে মন্তব্য করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, অমিত শাহের মধ্যাহ্নভোজনের পেছনে বিধানসভা নির্বাচনের ভোটব্যাঙ্ক বাড়ানো যে অন্যতম উদ্দেশ্য সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কারণ লোকসভা নির্বাচনে যে এই আদিবাসীরা এবং মতুয়ারাই বিজেপির ঝুলি ভরে দিয়েছিল তাঁদের ভোটে সেকথা সবার জানা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!