এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশে তৃণমূল জিতলেও আর মমতা নয়, মুখ্যমন্ত্রী হবেন অভিষেক? ‘ফাঁস’ হয়ে গেল বিস্ফোরক তথ্য?

একুশে তৃণমূল জিতলেও আর মমতা নয়, মুখ্যমন্ত্রী হবেন অভিষেক? ‘ফাঁস’ হয়ে গেল বিস্ফোরক তথ্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় দোরগোড়ায় এই মুহূর্তে একুশের বিধানসভা নির্বাচন। আর এই একুশের বিধানসভার নির্বাচনে জিতলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা চলছে রাজনৈতিক মহলে। তবে দুদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বিতর্ক উস্কে দিলেন। বাংলায় পা দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানার কেন্দ্রে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা সফরের দ্বিতীয় দিনে সল্টলেকের ইজেডসিসিতে সাংগঠনিক বৈঠকের পর এদিন সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ।

আর এই সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিবারতন্ত্র দিয়ে বাংলা চালানোর অভিযোগ নিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বাংলার ক্ষমতায় আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রতি পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করার অভিযোগ আনেন এদিন অমিত শাহ। পাশাপাশি অমিত শাহ জানান, বিজেপি যদি ক্ষমতায় আসে রাজ্যে উন্নয়ন যেমন হবে, ঠিক সেভাবেই অনুপ্রবেশ বন্ধ হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব আইন বলবৎ হবার সংকেত দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি তীব্র কটাক্ষ করে বলেন, বাংলায় এখন তিনটি আইন- একটি মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, একটি বাংলায় ভোট ব্যাংকের জন্য এবং অন্য একটি সাধারন মানুষের জন্য। অন্যদিকে অমিত শাহের কটাক্ষের জবাবে পাল্টা কটাক্ষ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আদিবাসী পরিবারে এবং আজ মতুয়া পরিবারের অমিত শাহের মধ্যাহ্নভোজন ঘিরে তীব্র কটাক্ষ করেন তিনি। এ প্রসঙ্গে অমিত শাহের মধ্যাহ্নভোজন যে রাজনৈতিক স্বার্থেই করা সে কথা বলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও অমিত শাহকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তীব্র কটাক্ষের মুখোমুখি হন। অন্যদিকে অমিত শাহের শাসক দল ও তাঁর নেত্রীকে কড়া আক্রমণের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভার নির্বাচনী প্রচার যথারীতি শুরু করে দিলো বিজেপি। 2019 এর লোকসভা নির্বাচনের আগেও একই পদ্ধতিতে বিজেপি প্রচার শুরু করেছিল। সে সময়ও মমতা এবং অভিষেক বিজেপির নিশানায় ছিলেন। পরিবারতন্ত্র নিয়ে এর আগে কংগ্রেসের বিরুদ্ধেও জাতীয় রাজনীতিতে আক্রমণ চালিয়েছে বিজেপি। যথারীতি মানুষের কাছেও তা গ্রহণযোগ্য হয় এবং কংগ্রেস ক্ষমতা হারায়।

আর এবার একুশের বিধানসভা নির্বাচনের আগেও বাংলায় একইভাবে পরিবারতন্ত্রকে মুখ্য রেখে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার শুরু করল গেরুয়া শিবির। তবে অমিত শাহের পরিবারতন্ত্রের অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বিবৃতি দেননি। আপাতত দেখার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দিনের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে যে বিস্ফোরক তথ্য উপস্থাপন করলেন, তা একুশের বিধানসভা নির্বাচনের ভোট বাক্স কতটা প্রভাব ফেলবে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!