এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “এই জিনিস মাপ করা যায় না, দোষীদের শাস্তি দিতেই হবে” যাদবপুর নিয়ে বড় দাবি সুকান্তর!

“এই জিনিস মাপ করা যায় না, দোষীদের শাস্তি দিতেই হবে” যাদবপুর নিয়ে বড় দাবি সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যাদবপুরে রিগিংয়ের শিকার হয়েছে এক ছাত্র বলে অভিযোগ। যার কারণে মৃত্যু হয়েছে স্বপ্নদ্বীপের। আর তারপর থেকেই নানা মহলে মলে তদন্তের দাবি জানানোর পাশাপাশি যাদবপুরের পরিস্থিতি নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যে কোনোভাবে দোষীদের শাস্তি দিতে হবে বলে জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যেভাবেই হোক, দোষীদের শাস্তি দিতে হবে। এ জিনিস মাপ করা যায় না। দীর্ঘদিন ধরে যে সমস্যা চলছে যাদবপুরে, তার সমাধান করতে হবে। শোনা যাচ্ছে, রিগিং হয়েছে, তা যাতে একেবারে বন্ধ করা যায়, সেই দিকে সচেষ্ট হতে হবে।”

বলা বাহুল্য, বামপন্থী এবং অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলো দৌরাত্মের জেরে যাদবপুরে একের পর এক ঘটনা ঘটছে বলে অভিযোগ একাংশের। ইতিমধ্যেই সেই ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাস্তায় নেমেছে দক্ষিণপন্থী ছাত্র সংগঠনগুলো। আর এই পরিস্থিতিতে সমস্ত অভাব, অভিযোগের উর্ধ্বে উঠে দোষীদের শাস্তির দাবি তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি রিগিং নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা যাতে অবিলম্বে বন্ধ করা যায়, সেই ব্যাপারেও নিজের মত তুলে ধরলেন বালুরঘাটের বিজেপি সাংসদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!