এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা >  “কেন সিসিটিভি নেই যাদবপুর ক্যাম্পাসে!” বড় প্রশ্ন তুলে দিলেন এই হেভিওয়েট!

 “কেন সিসিটিভি নেই যাদবপুর ক্যাম্পাসে!” বড় প্রশ্ন তুলে দিলেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যাদবপুরে স্বপ্নদ্বীপ নামে এক পড়ুয়ার মৃত্যু নানা প্রশ্ন তুলে দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, রিগিংয়ের শিকার হয়েছেন এই পড়ুয়া। অন্যদিকে যাদবপুরে এই পড়ুয়ার মৃত্যুর পর সিসিটিভি ফুটেজ না থাকা নিয়ে নানা মহলে মলে প্রশ্ন উঠছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে সেই প্রশ্নকে আরও তীব্র করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যাদবপুরে যে কোনো মানুষ তাদের রাজনীতি করতেই পারেন। সেটা বাম হোক অতি বাম হোক, যে কেউ করতে পারেন। কিন্তু সিসিটিভি কেন থাকবে না! কেন সিসিটিভি লাগানো হবে না! কেন সেখানে বাধা দেওয়া হবে! এটাই একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, এটা তো অত্যন্ত সত্যি কথা, কেন ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি লাগাতে বাধা দেওয়া হবে! নানা মহলে যাদবপুরের এই পড়ুয়ার মৃত্যুর পর এই প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিচ্ছে। নাগরিক সমাজ থেকে শুরু করে পড়ুয়ারাও এই প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন। আর এবার বিজেপির রাজ্য সভাপতি মুখেও উঠে এলো সেই সিসিটিভি না থাকার প্রসঙ্গ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!