এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নন্দীগ্রামে বিপুল জয় বিজেপির, নিজের গড় ধরে রাখলেন শুভেন্দু!

নন্দীগ্রামে বিপুল জয় বিজেপির, নিজের গড় ধরে রাখলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিজেপি টিকিটে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। আর পঞ্চায়েত নির্বাচনেও সেই নন্দীগ্রামে নিজের এলাকা ধরে রাখতে সক্ষম হলেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতিতে তৃণমূল এবং বিজেপি দুজনে ১৫ টি করে আসন পেলেও, শেষ পর্যন্ত টসে জিতে সেই পঞ্চায়েত সমিতি দখল করল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি নিয়ে টস হয়। যেখানে জয়লাভ করে পদ্ম শিবির। আর তারপরেই এই পঞ্চায়েত সমিতি দখল করে তারা। বস্তুত, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে এই নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 15 এবং বিজেপি 15 টি আসন পায়। তবে শেষ পর্যন্ত কাদের দখলে যাবে পঞ্চায়েত সমিতি, তা নিয়ে তৈরি হয় জল্পনা। অবশেষে সেই পঞ্চায়েত সমিতিতে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলো গেরুয়া শিবির।

বিশেষজ্ঞদের মতে, কিছুদিন আগেই দলীয় সভায় শুধুমাত্র বক্তব্য দিলে হবে না, নিজের এলাকায় দলকে জেতাতে হবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দলের অন্যান্য নেতাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে ক্ষমতা ধরে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। আর এবার নিজের গড়ে পঞ্চায়েত সমিতি দখল করে নিজের সেই বক্তব্যকে আরও সুদৃঢ় করার চেষ্টা করবেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!