এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়ককে দলে টানতে বড় পদক্ষেপ শুভেন্দুর! জানালেন নিজের অভিমত!

তৃণমূল বিধায়ককে দলে টানতে বড় পদক্ষেপ শুভেন্দুর! জানালেন নিজের অভিমত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তৃণমূলের সমস্যা যেন ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন জেলার একের পর এক নেতা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। যার ফলে অস্বস্তি বাড়ছে শাসকদলের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর লক্ষ্মীরতন শুক্লা, শুধু মুখ খোলা নয়, পদ থেকেও ইস্তফা দিতে দেখা গেছে তাকে। আর এবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা তৈরি হয় গোটা রাজ্য জুড়ে।

যেখানে রাস্তা সারানো হচ্ছে না বলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাকে হারানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল বিধায়ক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে যখন জল্পনা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই সেই প্রবীর ঘোষালকে নিয়ে মুখ খুললেন সদ্য তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগদানকারী রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনেকে বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর থেকেই তৃণমূলের ভাঙনের আশঙ্কা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। একের পর এক নেতা যেভাবে বিদ্রোহ ঘোষণা করছেন, তাতে আশঙ্কা ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এবার প্রবীর ঘোষালের মত তৃণমূল নেতা যখন দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছেন, তখন তা নিয়ে চিন্তার বেড়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর সেই প্রবীর ঘোষালের উদ্দেশ্যে বার্তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “প্রবীর ঘোষালকে বলব মুখ না খুলে সিদ্ধান্ত নিতে। কোম্পানির কর্মচারী হয়ে থাকবেন, নাকি রাজনৈতিক কর্মী হবেন, সেটা ওনাকেই ঠিক করতে হবে।” আর হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য যে তৃণমূলের অন্দরমহল প্রবীর ঘোষালকে নিয়ে চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলের অন্দরমহলের খবর জানেন। তাই বিজেপিতে যোগদান করার সাথে সাথেই তিনি ভেতরের খবর জানেন। সময়েই তা ফাঁস করবেন বলে বিভিন্ন সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, নির্বাচনী আচরণবিধি লাগু হলে তিনি তার খেলা দেখাতে শুরু করবেন বলেও মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর তারপরই একের পর এক রাজ্যের হেভিওয়েট তৃণমূল বিধায়কের বেসুরো মন্তব্যকে কেন্দ্র করে রীতিমত আশঙ্কা তৈরি হয়েছিল শাসকদলের অন্দরমহলে।

রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লার পর এবার যেভাবে হুগলি জেলার উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বিরূপ মন্তব্য সামনে এল এবং তার পরিপ্রেক্ষিতে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, তা যে আগামীদিনে বড় কোনো সমীকরণ সৃষ্টি করতে পারে, সেই ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। তাহলে কি প্রবীর ঘোষালকে বার্তা দিয়ে তাকে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানালেন শুভেন্দুবাবু?

অনেকে বলছেন, জাল ফেলে রেখেছেন শুভেন্দু অধিকারী। সময় হলেই মাছ তোলার চেষ্টা করবেন তিনি। এক্ষেত্রে প্রবীর ঘোষালের বিদ্রোহী মনোভাবকে কাজে লাগিয়ে তৃণমূলকে কোম্পানি বলে তাকে বিজেপিতে যোগদানের জন্য স্বাগত জানালেন। তবে শুভেন্দু অধিকারীর এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রবীর ঘোষাল কি সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!