এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অশান্তি থামাতে ময়দানে পুলিশ!

পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অশান্তি থামাতে ময়দানে পুলিশ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েতে বিপুল জয়ের পরেও শান্তি নেই তৃণমূলের ঘরে। বিভিন্ন জায়গায় কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কে জেলা পরিষদের ক্ষমতার শীর্ষে থাকবে, তা নিয়ে নিজেদের মধ্যেই শুরু হয়ে গিয়েছে দড়ি টানাটানি। আর এবার সেই অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল। যেখানে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের রামনগরে।

সূত্রের খবর, এদিন পূর্ব মেদিনীপুরের রামনগরের 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেখানে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হতেই বাইরে তুমুল হট্টগোলে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। জানা গিয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বিবাদ এবং তারপরে তা ক্রমশ হাতাহাতির আকার নেয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে।

বিশেষজ্ঞদের মতে, পঞ্চায়েতে বিপুল আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এতসবের পরেও তৃণমূলের গৃহযুদ্ধ তাদের বিড়ম্বনার কারণ হয়ে গিয়েছে। দলের নির্দেশের পরেও বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। যার কারণে বোর্ড গঠনকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়ল তৃণমূলের দুই গোষ্ঠী। আর এই ঘটনায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি যে ক্রমশ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!