এখন পড়ছেন
হোম > রাজ্য > বিতর্ক বাড়িয়ে বিরোধীদের এবার জঙ্গিনেতা হাফিজ সঈদের সঙ্গে তুলনা শীর্ষ বিজেপি নেতার

বিতর্ক বাড়িয়ে বিরোধীদের এবার জঙ্গিনেতা হাফিজ সঈদের সঙ্গে তুলনা শীর্ষ বিজেপি নেতার


সম্প্রতি পাকিস্তানের জঙ্গি নেতা হাফিজ সঈদ একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় ইসলামাবাদে প্রকাশ্য জনসভায় তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিচ্ছেন। সিন্দু জল চুক্তি মানা না হলে জিভ কেটে নেওয়া হবে মোদিজীর। শুধু তাই নয়, কোনোভাবেই আগামী লোকসভা ভোটে আর প্রধানমন্ত্রী হতে দেবেন না মোদীজিকে। এমনটাই শাসানি দিচ্ছেন মুম্বাই হামলার সঙ্গে যুক্ত পাকিস্থানের অন্যতম জঙ্গি নেতা হাফিজ। এই ভিডিওটি নিজের ট্যুইটারে পোস্ট করে ক্যাপসানে বিজেপির সর্ব ভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র লেখেন যে শুধু মহাজোট একাই নয়, আরো অনেকে আছেন যারা প্রধানমন্ত্রী হিসাবে মোদিজীকে মেনে নিতে পারছেন না। এবং মোদিজী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন থেকেই নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন তাকে ক্ষমতা থেকে সরানোর। এমনকি ২০১৯ এর লোকসভা ভোটে মোদিজী যাতে কিছুতেই জিততে না পারে তার জন্য অদম্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সম্বিত পাত্রের এই বিতর্কিত পোস্ট আপলোড হতেই ঝড় উঠে যায় বিরোধীশিবিরে। তীব্র প্রতিক্রিয়ায় বাঁধ ভেঙে পড়ে বিরোধীদের কিছুক্ষণের ভিতরই। শালীনতা সীমা লঙ্ঘন করেছেন বিজেপিনেতা এমনটাই দাবী ওঠে তাঁদের তরফ থেকে। বিরোধীদের চাপের মুখে পড়ে নিজের করা পোস্টের সাফাই দেন বিজেপি নেতা। জানান যে তিনি নাকি বিরোধীদের সঙ্গে জঙ্গিনেতা হাফিজের তুলনা মোটেই করেননি। তবে এটাও নাকি সত্যি যে, মোদিজী যেভাবে কালো টাকা বা দেশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাতে রক্তচাপ বেড়েছে অনেক বিরোধী নেতার। এরকমভাবেই তো হাফিজ সইদেরও সহ্য হয়নি, সন্ত্রাসের বিরুদ্ধে মোদিজী লড়াই। বিজেপি নেতার জবানীতে যেভাবে  হাফিজের সঙ্গে বিরোধীদের তুলনা উঠে এসেছে পরোক্ষভাবে তাতে বিরোধীরা ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে পড়েছেন পদ্মশিবিরের উপর। এভাবে প্রকাশ্যে বিষ্ফোরক মন্তব্যের জেরে দেশের রাজনৈতিক মহলের উত্তাপ তুঙ্গে আপাতত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!