এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতাকে দোষ স্বীকার করতে বলুন” ববিকে পরামর্শ দিলীপের! জেনে নিন!

“মমতাকে দোষ স্বীকার করতে বলুন” ববিকে পরামর্শ দিলীপের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি মেট্রোরেলের কাজের জন্য বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। যে ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র থেকে রাজ্য একে অপরের দিকে দোষারোপ করতে শুরু করে শুরু হয় রাজনৈতিক তরজা। তবে আবারও দ্বিতীয়বার সেই ফাটল ধরা পড়েছে। আর এই পরিস্থিতিতে কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী সরাসরি দোষ দিয়েছেন কেন্দ্রের দিকে। আর তারই পাল্টা মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ স্বীকার করতে বলুন বলে সেই ফিরহাদ হাকিমকে পরামর্শ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হন তিনি। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “মেয়র আগে দোষ স্বীকার করতে বলুন তার নেত্রীকে। মেট্রো লাইন অপরিকল্পিতভাবে ঘুরিয়ে দিয়েছেন। তার ফলে বারবার ওখানে সমস্যা হচ্ছে। গায়ের জোরে রাজনীতি করতে গিয়ে সমস্ত কিছু উল্টোপাল্টা করে দেবেন, সাধারণ মানুষকে তার ফল ভুগতে হচ্ছে। ওদের আগে লোকের কাছে ক্ষমা চাওয়া উচিত। কেন এই ধরনের রাজনীতি করেন! কলকাতায় যে জল বার করতে পারে না, বিদ্যুৎ দিতে পারে না, তাদের এই ধরনের বড় বড় কথা বলা সাজে না।”

একাংশ বলছেন, বউবাজারে ফাটল নিয়ে যখন কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন ফিরহাদ হাকিম, তখন তারই পাল্টা এই কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!