এখন পড়ছেন
হোম > জাতীয় > “মোদীর মত লোককে পাকিস্তানও প্রধানমন্ত্রী চাইছেন” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত!

“মোদীর মত লোককে পাকিস্তানও প্রধানমন্ত্রী চাইছেন” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-2024 এর লোকসভা নির্বাচনের আগে আবার মোদীকে মুখ করেই এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপিকে আটকাতে তৈরি হয়েছে বিরোধী জোট। আর এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের আগে অখন্ড ভারতের কথা বলে প্রচার করছে গেরুয়া শিবির। স্বভাবতই এবার সেই ব্যাপারেই বলতে গিয়ে নদীর মতো ব্যক্তিকে পাকিস্তানের লোকেরা প্রধান মুখ হিসেবে চাইছেন বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিতে চাইলেন, ভারতবর্ষের উন্নতির ক্ষেত্রে প্রধান মুখ নরেন্দ্র মোদী। তাই পার্শ্ববর্তী দেশ যখন সংকটে, তখন তারাও সেই মোদীকেই পাশে চাইছেন।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আজকে মোদিজীকে সবাই পাশে চাইছেন। এটাও একটা অখণ্ড ভারত। পাকিস্তানের মানুষ আটা পাচ্ছে না। কিন্তু ভারতবর্ষে কে কত কম দামে ডেটা পাবে, তা নিয়ে লড়াই চলছে। তাই পাকিস্তানের মানুষরাও আজকে তাদের সংকটে মোদীজিকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। এটাও একটা অখন্ড ভারতের চিত্র।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নিজেদের নেতাকে আরও সামনে তুলে ধরার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। একদিকে যখন বিরোধী জোট ক্রমশ শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, তখন অখন্ড ভারতের কথা বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত শক্ত করার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। বুঝিয়ে দিলেন, সংকটমুক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন একমাত্র নরেন্দ্র মোদী। তাই পাকিস্তানের কথা বলে সেখানকার মানুষের মনেও যে মোদীজি রয়েছেন, তা তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!