এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে সোচ্চার তৃনাঙ্কুর, কি বললেন টিএমসিপি রাজ্য সভাপতি!

যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে সোচ্চার তৃনাঙ্কুর, কি বললেন টিএমসিপি রাজ্য সভাপতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যাদবপুরের ছাত্র মৃত্যু নাড়িয়ে দিয়েছে সকলকে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হচ্ছে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। যেখানে যাদবপুরের এই ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে সুর বেঁধে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য। যে মিছিলে সামিল হয়ে বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে স্লোগান তুললেন তিনি।

সূত্রের খবর, এদিন যাদবপুরের এই ছাত্র মৃত্যুর প্রতিবাদে তৃণমূল পন্থী শিক্ষক, অশিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা একটি মিছিল করে। যেখানে উপস্থিত হন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

আর সেই প্রতিবাদে সামিল হয়ে তিনি বলেন, “আজকে এমন একটা অবস্থা যে, এই বাম,অতিবাম সংগঠন যা বলবে, নতুন পড়ুয়াদের নাকি তাই করতে হবে! কিন্তু এবার যাদবপুর প্রতিবাদ করছে। আমরা এখান থেকে তাই স্লোগান তুলতে চাই, দড়ি ধরে মারো টান, যাদবপুরে বাম-অতিবাম হবে খানখান।”

বিশেষজ্ঞদের মতে, স্বপ্নদ্বীপের মৃত্যু যাদবপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও আশংকার মেঘ তৈরি করেছে। র‍্যাগিংয়ের শিকার হয়ে এই নবাগত পড়ুয়ার মূর্তি হয়েছে বলে অভিযোগ একাংশের। যার ফলে বাম এবং অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। আর সেই প্রতিবাদ মিছিল থেকেই রীতিমতো সোচ্চার হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!