এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মেসেজকে কেন্দ্র করে নাম না করেই আক্রমণ গেরুয়া শিবিরকে মুখ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মেসেজকে কেন্দ্র করে নাম না করেই আক্রমণ গেরুয়া শিবিরকে মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো নতুন কোনো ব্যাপার নয়। তবে বহু ক্ষেত্রে দেখা গেছে এই ভুয়ো খবর থেকে বিভিন্ন অশান্তিও ছড়িয়েছে। সম্প্রতি করোনা পরিস্থিতিতেও বহু ভুয়ো মেসেজের আনাগোনা বাড়ে সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি মেসেজ দেখা যায় সম্প্রতি হোয়াটস্‌অ্যাপে। করোনার কথা মাথায় রেখে দুর্গাপূজা নিয়ে এই মেসেজটি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই মেসেজটি নিয়ে সাড়া পড়ে যায় নেটিজেনদের মধ্যে।

তারপরেই মেসেজটি নজরে আসে পুলিশের এবং ভুয়ো মেসেজ ছড়ানোর জন্য ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। সূত্রের খবর, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভুয়া মেসেজ দেখা যায় যাতে লেখা রয়েছে- এ বছর পুজোয় সারারাত ঘুরে প্রতিমা দর্শন নিষিদ্ধ হয়ে গেছে। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিকেল পাঁচটার পর থেকে নাইট কারফিউ শুরু হতে চলেছে। এছাড়াও মণ্ডপে 5 জনের বেশি প্রবেশ করা যাবে না। এবং প্রত্যেকের থার্মাল স্ক্রীনিং হবে বলা হয় ঐ মেসেজে। অষ্টমীর অঞ্জলিতে ফুল দেওয়া যাবে না, এমনকি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাও হবে না বলে ঘোষণা করা হয় ঐ মেসেজে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই মেসেজটি সঙ্গে সঙ্গেই নজরে আসে পুলিশের। আর তারপরেই ঘোলা থানার পুলিশ রাজু বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রভুজিত আচার্য নামে আরেকজন যুবককে গ্রেপ্তার করা হয় বরানগর থানা থেকে। এই দুই যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ভুয়ো খবর ছড়ানোর জন্য মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে। অন্যদিকে গোটা ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যাওয়া মাত্রই তিনি নাম না করেই আক্রমণ করেছেন গেরুয়া শিবিরকে।

তাঁর মতে, যারা ভুয়ো মেসেজ ছড়িয়েছে, তাঁরা কারা সেকথা ভালোই বোঝা যাচ্ছে। তবে পুজো নিয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি সেকথাও বলে দেন তিনি। তবে জানা গেছে, মুখ্যমন্ত্রী এ ধরনের ভুয়ো মেসেজ ছড়ানোয় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, যে মেসেজটি ছড়িয়েছে তা কিন্তু খুব একটি হানিকারক নয়। কারণ যেভাবে নিয়ম মেনে দুর্গাপুজোর কথা বলা হচ্ছে, তা যদি করা হয় খুব স্বাভাবিকভাবেই করোনা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তবে সরকারি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা নিয়ে এখনও কোনরকম আলোচনা হয়নি। তবে করোনা পরিস্থিতি দেখেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!