এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যাদবপুরে ছাত্রমৃত্যু, কর্তৃপক্ষকে চাপে ফেলে রিপোর্ট তলব ইউজিসির!

যাদবপুরে ছাত্রমৃত্যু, কর্তৃপক্ষকে চাপে ফেলে রিপোর্ট তলব ইউজিসির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যাদবপুরে পড়তে এসে নিভে গিয়েছে স্বপ্নদ্বীপের আলোর প্রদীপ। অনেকে বলছেন, ক্যাম্পাসে বেড়েছে রাগিংয়ের উপদ্রব। যার কারণে মৃত্যু হল স্বপ্নদ্বীপের। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় রিপোর্ট তলব করল ইউজিসি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, যাদবপুরের ছাত্র-মৃত্যু নিয়ে আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির একটি প্রতিনিধি দল। তবে ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি রিপোর্ট তলব করা হয়েছে। মূলত র‍্যাগিংয়ের বিরুদ্ধে নির্দেশিকা দেওয়া হলেও, কেন তা কঠোরভাবে লাগু করা হয়নি, তা নিয়ে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সিসিটিভি কেন ছিল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে ইউজিসি।

অনেকে বলছেন, যাদবপুরে বাম এবং অতিবাম সংগঠনগুলোর উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। একশ্রেণীর মাথা এবং অসাধু সিনিয়র দাদাদের ফাঁদে পড়তে হচ্ছে সদ্য নবাগত ছাত্র-ছাত্রীদের। যার ফলস্বরূপ রাগিংয়ের শিকার হয়ে রীতিমতো প্রাণ হারাতে হলো সদ্য নবাগত স্বপ্নদ্বীপকে। তবে এই ঘটনা বাড়তে দিলে তা যে ভয়াবহ আকার ধারণ করতে পারে, তা উপলব্ধি করেছেন সকলেই। তাই শিক্ষাঙ্গনের প্রতি সকলের ভরসা ফেরাতে রাগিংয়ের বিরুদ্ধে নির্দেশিকা দেওয়া সত্ত্বেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করল ইউজিসি। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে কি রিপোর্ট দেয় বিশ্ববিদ্যালয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!