এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমার লড়াই আরও তীব্র হবে” পিসি-ভাইপো প্রসঙ্গে বিস্ফোরক এই হেভিওয়েট !

“আমার লড়াই আরও তীব্র হবে” পিসি-ভাইপো প্রসঙ্গে বিস্ফোরক এই হেভিওয়েট !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই রীতিমতো তৃণমূল সরকারের ঘুম উড়িয়ে দিতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। প্রতিটি বিষয়েই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিচ্ছেন, অতীতের বিরোধী দলের সঙ্গে এখনকার বিরোধী দলের অনেক পার্থক্য রয়েছে। আর এই পরিস্থিতিতে সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর বেরিয়ে এসে যখন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই পাল্টা তার জবাব দিলেন সেই শুভেন্দু অধিকারী। যেখানে স্পষ্ট ভাষায় রাজ্যের বিরোধী দলনেতা বুঝিয়ে দিলেন, তার বিরুদ্ধে যত বলা হবে, ততই তার আন্দোলন পিসি-ভাইপোর বিরুদ্ধে আরও তীব্রতর হবে।

প্রসঙ্গত, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমার বিরুদ্ধে যত বলা হবে, ততই আমার আন্দোলন আরও তীব্রতর হবে। রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে, মোদিজীর উন্নয়নকে প্রতিষ্ঠা করতে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে প্রতিষ্ঠা করতে পিসি-ভাইপোর বিরুদ্ধে এই লড়াই আরও বেগমান হবে। হিন্দিতে যাকে বলে, এ ডর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায়।”

অর্থাৎ শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, তিনি সেটিং করা বিরোধী দলনেতা নন। যদিও বা বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই এই বিষয়টি স্পষ্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পর তিনি যে আরও অনেক বেশি চাঙ্গা হয়ে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রকট লড়াই দেবেন, তা স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। তবে সেই লড়াই কতটা ক্ষুরধার হয়, কিভাবে তিনি বেগ দেন রাজ্যের তৃণমূল সরকারকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!