এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোণঠাসা হওয়ার কারণেই প্রতিবাদ মদনের! হেভিওয়েট সাংসদের মন্তব্যে চাপে তৃণমূল!

কোণঠাসা হওয়ার কারণেই প্রতিবাদ মদনের! হেভিওয়েট সাংসদের মন্তব্যে চাপে তৃণমূল!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এসএসকেএমে ভর্তি নিয়ে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি। যদিও বা ধীরে ধীরে সেই বিষয়টি মিটে যাওয়ার পথে। তবে কেন হঠাৎ করে মদন মিত্র এতটা বিদ্রোহী হয়ে উঠলেন, এতটা বেলাগাম মন্তব্য করলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এবার সেই মদন মিত্রকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, তৃণমূল দলে কোনো কন্ট্রোল নেই। পুরনো লোকেরা কোনঠাসা হওয়ার কারণেই এই ধরনের মন্তব্য করছেন।

প্রসঙ্গত, এদিন মদন মিত্রের বিদ্রোহ নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি সাংসদ বলেন, “তৃণমূল দলে কোনো কন্ট্রোল নেই। পুরো পার্টিতে ডামাডোল শুরু হয়েছে। পুরনো লোকেরা কোনঠাসা হয়ে যাচ্ছেন। তাই এই ধরনের মন্তব্য করছেন।” বিশেষজ্ঞদের মতে, কথাটা একদম ভুল বলেননি দিলীপ ঘোষ। বর্তমানে তৃণমূল দুই ভাগে বিভক্ত বলেই দাবি করছেন অনেকে। একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব্য তৃণমূলের চাপে পুরনো অনেক তৃণমূল নেতারা পেছনের সারিতে পড়ে গিয়েছেন। আর তার মধ্যে যে মদন মিত্র অন্যতম, তা বলার অপেক্ষা রাখে না। তাই খবরের শিরোনামে টিকে থাকতে এবং দলে নতুনদের ভিড়ে জায়গা করে নিতেই মদন মিত্রের এই বিদ্রোহ বলে দাবি করে তৃণমূলের চাপ বাড়িয়ে দিলেন দিলীপ ঘোষ। অন্তত তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!