এখন পড়ছেন
হোম > জাতীয় > কি কারণে কৃষি বিল প্রত্যাহার? বিস্ফোরক ফিরহাদ! চাপে বিজেপি!

কি কারণে কৃষি বিল প্রত্যাহার? বিস্ফোরক ফিরহাদ! চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের মাস্টার স্ট্রোক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কৃষি বিল নিয়ে এত বিতর্ক, যাকে হাতিয়ার করে লড়াই করছে বিরোধীরা, কেন্দ্রের চাপ বাড়িয়ে দিচ্ছে, সেই তিনটি কৃষি বিল প্রত্যাহার করে নিয়েছে প্রধানমন্ত্রী। আর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে রীতিমতো উজ্জীবিত বিরোধীরা। তাদের দাবি, লাগাতার প্রতিবাদ এবং তার জেরে চাপে পড়েই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে উত্তরপ্রদেশের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, আজ ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। আর সেখানেই এই বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “তিনটি কেন্দ্রীয় কৃষি বিল প্রত্যাহার করেছেন উত্তরপ্রদেশের নির্বাচনের ঠেলা খেয়ে। এটা মোদী সরকারের বড় হার। এতদিন ইগো নিয়ে বসেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। কৃষকদের পরিস্থিতি মোদি সরকার বুঝতে পেরেছে। তাই বাধ্য হয়ে কৃষি বিল প্রত্যাহার করল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ হেভিওয়েট এই তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে, সামনে নির্বাচন। সেই কারণে মানুষের মন পেতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তবে ফিরহাদ হাকিম যে কথাই বলুন না কেন, গোটা বিষয়টি নিয়ে বিরোধীরা যে অনেকটাই ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!