এখন পড়ছেন
হোম > জাতীয় > PM Care Fund থেকে বড় অঙ্কের টাকা করোনা খাতে, বরাত খুলতে চলেছে পরিযায়ী শ্রমিকদের!

PM Care Fund থেকে বড় অঙ্কের টাকা করোনা খাতে, বরাত খুলতে চলেছে পরিযায়ী শ্রমিকদের!


করোনা মোকাবিলায় অনেকদিন আগেই পিএম কেয়ার নামে ত্রাণ তহবিল গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রথম থেকেই বিরোধীদের পক্ষ থেকে এই ত্রাণ তহবিল নিয়ে ব্যাপক প্রশ্ন তোলা হয়। যেখানে বিরোধীরা জানায় যে 1948 সাল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নামে একটি তহবিল রয়েছে। তাই আলাদা করে কেন এখন তহবিল তৈরি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধী দলের নেতা-নেত্রীরা।

পাশাপাশি সেই তহবিলের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে প্রধানমন্ত্রীর তরফ থেকে গঠিত এই ত্রাণ তহবিল যে মানুষের কাজে অনেকটাই লাগবে, তা এবার প্রমাণিত হয়ে গেল। সূত্রের খবর, এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করোনা মোকাবিলায় বরাদ্দ করা হল 3100 কোটি টাকা। কিন্তু কোন কোন খাতে এই টাকা ব্যবহৃত হবে? জানা গেছে, 3100 কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা করোনা চিকিৎসার ভেন্টিলেশন এবং 1000 কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের উন্নয়নের খাতে ব্যবহার করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বাকি 100 কোটি টাকা ব্যবহার করা হবে করোনা প্রতিষেধক প্রস্তুতির জন্য। আর বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই অর্থ ব্যবহারের কথা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানোয় সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া তৈরি হয়েছে। কেননা বর্তমানে পরিযায়ী শ্রমিকরা অত্যন্ত সংকটে রয়েছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা বাড়িতে ফিরে এসে এখন সর্বস্বান্ত সেই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ত্রাণ তহবিলের টাকা দিয়ে সাহায্য করার উদ্যোগ প্রশংসনীয়।

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে যে সমস্ত বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল, এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই টাকা খরচ করার বিষয়ে জানানোয় সেই বিরোধী দলগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন উঠে গেল। যেভাবে নিজের ত্রাণ তহবিল থেকে অর্থ দিয়ে করোনা প্রতিষেধক তৈরি, ভেন্টিলেশন প্রস্তুত এবং পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা জানালো প্রধানমন্ত্রীর দপ্তর, তাতে মানুষ এখন অনেকটাই উপকৃত হবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!