এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে হাত ছিল বারাসাতের এক ব্যবসায়ীর, হঠাৎ গ্রেফতারে বিস্মিত এলাকাবাসী

বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে হাত ছিল বারাসাতের এক ব্যবসায়ীর, হঠাৎ গ্রেফতারে বিস্মিত এলাকাবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারাসাত পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লালু সেন। বারাসাতের মুর্শেদহাটি রোডে তার বিলাসবহুল দোতালা বাড়ি। ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা, ট্রাভেলিং ব্যবসা সহ একাধিক ব্যবসা রয়েছে তার। আবার, তার সঙ্গেই বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জেএমবির জড়িত থাকার কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। গত রবিবার কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া নাজিউর রহমান তার নাম করেছে। তার সঙ্গে জেএমবির যুক্ত থাকার বিষয়টি সেই জানিয়ে দিয়েছে। এরপর গতকাল হঠাৎ তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ।

লালু সেনের বাড়িতে থাকেন, তার বাবা লক্ষণ সেন, মা সন্ধ্যা সেন, তার ছোট ভাই গোপাল সেন। লক্ষণ সেন দমদমের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। আগে দমদমে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকতেন। পড়াশোনা খুব বেশী জানেন না লালু সেন। অবস্থাও ভাল ছিলনা একসময়। কিন্তু হঠাৎ করেই তার অবস্থা ফিরতে শুরু করে। একসময় সরষের খোল বিক্রির মাধ্যমে বাংলাদেশের কিছু ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর বাংলাদেশের এক আইনজীবী সাথী সেনের সঙ্গে তার বিবাহ। এরপর বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ বাড়তে থাকে। তার সাথেই অবস্থা ফিরতে শুরু করে। শেষ পর্যন্ত দোতলা বাড়ির মালিক হন তিনি। গতকাল ভোর বেলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বাড়িতে তল্লাশিও চলে। পাড়া-প্রতিবেশীরা এই ঘটনায় বিস্মিত। এক প্রতিবেশী জানালেন, লালু সেন কি কাজ করে? তা তিনি জানেন না। পাড়ার লোকদের সঙ্গে বেশি একটা দেখা যায়না তাকে। তবে, তার অবস্থার পরিবর্তন হয়েছে। টাকা পয়সাও হয়েছে। তবে, তার সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে? তা তিনি ভাবতে পারছেন না।

অন্যদিকে, ২২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কৃষ্ণা সাহার স্বামী সুখরঞ্জন সাহা জানালেন যে, তিনি ছোটবেলা থেকেই চেনেন লালু সেনকে। এলাকায় তার তেমন মেলামেশা ছিল না। তবে ইদানিং তার কিছু আচরণ দেখে মনে হয়েছিল যে, অনেক টাকা করেছেন তিনি। বাংলাদেশের এক মেয়েকে বিয়ে করেছিলেন লালু সেন, সেটা তারা জানতেন। কিন্তু কি কাজ করতেন লালু সেন? তা তারা জানতেন না। তবে, জঙ্গিদের সঙ্গে যুক্ত লালু সেন, এটা ভাবতেও পারছেন না তিনি।

অন্যদিকে, লালু সেনের মা সন্ধ্যা সেন জানিয়েছেন, গতকাল ভোর চারটায় পুলিশ যখন গ্রেফতার করে লালু সেনকে। তখন লালু তার পাশেই শুয়েছিলেন। গ্রেফতারের পর পুলিশ তার ঘরেও তল্লাশি চালায়। নিজের ছেলেকে তিনি খুব ভালোভাবেই জানেন। তাঁর ছেলে নির্দোষ। ব্যবসার কারণে ও বউয়ের সঙ্গে দেখা করার কারণে বাংলাদেশে যাতায়াত করতে হতো ঠিকই। কিন্তু তাঁর ছেলে এই ধরনের কাজ করতে পারেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!