এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শিক্ষামন্ত্রীর দাবী ‘চাটনিদাকে’ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবেন মানুষ

শিক্ষামন্ত্রীর দাবী ‘চাটনিদাকে’ আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবেন মানুষ

গতকালের রানী রাসমণি রোডের বিজেপির সভা থেকে একের পর এক অভিযোগ আনেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা মুকুল রায়। তাঁর আক্রমনের তীর মূলত ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। আর এরপর তৃণমূল কংগ্রেসের মহাসচিব, তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন, তিনি চাঁচাছোলা ভাষায় মুকুল রায়ের প্রতি পাল্টা আক্রমনের রাস্তায় বেছে নেন।
পার্থবাবু সাংবাদিকদের জানান, বিজেপিতে যাঁর নাম হয়েছে চাটনি, সেই চাটনিদার চাটনির গল্পে যে অসারতা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে অসত্য ভাষণ দিয়ে বাজার গরম করার চেষ্টা হয়েছে, নবান্ন থেকে সে সম্পর্কে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। আসল কথা এঁদের গভীরতা কম, চিরকালই গভীরতা কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঢেকে রাখতেন। অনেক গদ্দারি দেখেছি, এখনও দেখছি। দল ছেড়ে এর আগেও অনেকেই গিয়েছেন, বাংলার মানুষ তাঁদের আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছেন, এ বারও তেমনই হবে। কোনও অপপ্রচারেই লাভ হবে না, তৃণমূলের সব স্তরের কর্মী, নেতা, জনপ্রতিনিধি ঐক্যবদ্ধ রয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!