মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন অভিষেক ব্যানার্জী বিশেষ খবর রাজ্য November 10, 2017 মুকুল রায়ের বিপক্ষে আইনি পদক্ষেপের পথে ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রানী রাসমণি রোডের বিজেপির সভা থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় বিজেপির সভায় কাগজপত্র দেখিয়ে দাবি করেছিলেন, রাজ্য সরকারের ব্যবহৃত ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই নবান্ন থেকে রাজ্য সরকারের হয়ে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য জানান, বিশ্ব বাংলার লোগো ও ব্র্যান্ড মুখ্যমন্ত্রীর সৃষ্টি, তিনি পশ্চিমবঙ্গ সরকারকে তা দিয়েছেন ব্যবহারের জন্য। আর তাই এর স্বত্বের মালিক রাজ্য সরকার, কোনোমতেই কারোর ব্যক্তিগত মালিকানাধীন নয়। এরপর সূত্র মারফত জানা যাচ্ছে, মুকুল রায়ের অভিযোগকে চ্যালেঞ্জ করে আইনি নোটিস পাঠাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুকুলবাবু অভিষেকবাবুর কাছে ক্ষমা না চাইলে মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন ডায়মন্ড-হারবারের মাননীয় সাংসদ। এর পরিপ্রেক্ষিতে মুকুলবাবু অবশ্য জানিয়েছেন, ফৌজদারি মামলা হলেও আমার অবস্থানের কোনও পরিবর্তন হবে না। আমার নিজের দাবির পক্ষে আমার কাছে প্রামাণ্য নথি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জেনেবুঝেই মন্তব্য করা হয়েছে, তাই নিজের অবস্থান থেকে একচুলও সরে আসার প্রশ্ন নেই। আপনার মতামত জানান -