নাম না করে মুকুল রায়ের ‘অভিযোগের’ উত্তর দিলেন মুখ্যমন্ত্রী বিশেষ খবর রাজ্য November 10, 2017 আজ রানী রাসমণি রোড থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর আত্মীয় এবং ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশ কিছু অভিযোগ আনেন। তারমধ্যে অন্যতম হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের বুদ্ধেদেব ভট্টাচার্যের সঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা। মুকুলবাবু বলেন, তখন রাজ্যে মানুষ মারা যেতেন আর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিনেমা-সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকতেন আর এখনও রাজ্যে মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছেন আর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান সংস্কৃতি নিয়ে ও শিল্প অনার নামে বিশ্বভ্রমনে ব্যস্ত। আর এর ঘণ্টা খানেক পর ওই সভাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেই কটাক্ষের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুকুল রায়ের নাম মুখে না আনলেও জানান, উৎসব বাংলার সংস্কৃতির অংশ, আর তা করা হলে ক্ষতি কি! কেউ কেউ এ নিয়ে হিংসা করলেও, রাজ্য সরকার তা চালিয়ে যাবেই। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে মুকুল বাবু কটাক্ষের প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী জানান, বাংলা বিশ্বে ঘুরলে ক্ষতি কী? যারা হিংসা করে করতে দিন। যদিও মুকুল রায়ের কথার পরিপ্রেক্ষিতেই এই বক্তব্য কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল, তবে পরে মুখ্যমন্ত্রী তাঁর কথাগুলির মাধ্যমে তিনি যে মুকুল রায়কেই জবাব দিয়েছেন, তা পরে সাংবাদিকদের সামনে স্বীকার করেন তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপনার মতামত জানান -