এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে শুরু চরম অনিশ্চয়তা! কবে থেকে পেতে পারেন দুর্গাপুজোয় বাড়ি ফেরার ট্রেনের টিকিট?

করোনা আবহে শুরু চরম অনিশ্চয়তা! কবে থেকে পেতে পারেন দুর্গাপুজোয় বাড়ি ফেরার ট্রেনের টিকিট?


করোনা আবহে শুরু চরম অনিশ্চয়তা! কবে থেকে পেতে পারেন দুর্গাপুজোয় বাড়ি ফেরার ট্রেনের টিকিট? এই প্রশ্ন এখন ঘুরছে আমজনতার মধ্যে। যারা বাইরে আছেন তাদের তো বটেই , এই প্রশ্ন মনে হানা দিচ্ছে বাংলায় থাকা প্রিয় কাছের মানুষগুলোর মনেও।

একে করোনা আবহে আতঙ্কিত গোটা দেশ। তারপর প্রিয় মানুষগুলো রয়েছেন অনেক দূরে, তাদের একবার চোক দেখার জন্য আকুল হয়ে উঠছেন সকালেই। যারা চাকরিসূত্রে বাইরে রয়েছেন তাদের মন কাঁদছে বাড়ির প্রিয় মানুষদের জন্য। আর যারা বাড়িতে রয়েছেন তাদেরও একই অবস্থা , বাইরে পরে রয়েছে ছেলে, মেয়ে, নাতি নাতনি সকলেও। কখন দেখবেন ,কবে দেখবেন ?

লকডাউন চলছে এর ফলে বন্ধ সবকিছু। বাতিল হয়েছে সমস্ত ট্রেন। এর মধ্যে বাইরে আটকে পড়া অমানুষজনকে ,বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যাবস্থা করা হয়েছে কয়েকটি ট্রেনের। কিন্তু তাতে আমজনতা জায়গা পাবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে করোনা ভয় অন্যদিকে প্রিয়মানুষদের দেখার টান প্রশ্ন তুলছে কবে বাড়ি ফিরবেন ?আর তাই বাড়ি ফেরার জন্য পুজোকেই টার্গেট করছেন বাইরে থাকা বাঙালিরা। কিন্তু প্রশ্ন উঠছে কবে থেকে কাটা যাবে ট্রেনের টিকিট। এবারে পুজো অক্টোবর এর শেষের দিকে ফলে নিয়ম অনুযায়ী, ৪ মাস আগে কাটতে হয় ট্রেনের টিকিট, তাই জুনের শেষের দিকেই কাটতে হতো টিকিট। কিন্তু লকডাউনের জেরে ৩০ সে জুন পর্যন্ত টিকিট সব বাতিল করা হয়েছে। আবার নতুন করে কবি এটিকিট কাটা যাবে সে কথাও বলা হয়নি। ফলে বাড়ছে আশঙ্কা। আদেও যেতে পারবেন তো বাড়ি ? এখন রেল মন্ত্রকের দিকেই তাকিয়ে রয়েছেন আমজনতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!