মুকুল রায়ের দুর্নীতির প্রমান আমাদের হাতেও আছে: পার্থ চট্টোপাধ্যায় বিশেষ খবর রাজ্য November 10, 2017 একসময়ে দুজনে ছিলেন সহকর্মী, কিন্তু মুকুল রায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করতেই তাঁকে আক্রমনের যাবতীয় দায়িত্ত্ব পান দলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর পার্থবাবুর একের পর এক ব্যক্তিগত আক্রমনকে মুকুলবাবু শুধু ‘বাচ্চা ছেলের’ ব্যাপার বলে উড়িয়ে দিয়ে গেছেন। কিন্তু আজ রানী রাসমণি রোডের বিজেপির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমনের পাশাপাশি চিটফান্ড দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত এমন অভিযোগও আনেন মুকুলবাবু। এই প্রসঙ্গে যথারীতি মুখ্যমন্ত্রী বা অভিষেকবাবু মুখ খোলেননি। সাংবাদিকদের মুখোমুখি হন সেই পার্থ চট্টোপাধ্যায়ই। সেখানে পাল্টা মুকুলবাবুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন পার্থবাবু। তিনি বলেন, ১. জনপ্রতিনিধি কেনাবেচা করতেন মুকুল রায় ২. মুকুল রায় আসলে চাটনিবাবু ৩. অভিষেক সম্পর্কে অসত্য ভাষণ দিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন মুকুল ৪. নবান্নর তরফে বিশ্ব বাংলা নিয়ে স্পষ্ট বলা হয়েছে বিশ্ব বাংলা ব্র্যান্ড ও লোগো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ৫. রাজ্য সরকারকে সেগুলি দান করেছেন মুখ্যমন্ত্রী ৬. ক্লাব কালচারের সঙ্গে রাজনীতি কখনই এক নয় (নাকতলা উদয়ন সংঘের সঙ্গে চিটফান্ড যোগ নিয়ে মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়কে যা বলেছেন সেই প্রসঙ্গে) ৭. এর জবাব যাদের দেবার তারা দেবে ৮. মুকুল রায়ের দুর্নীতির প্রমাণ আমাদের কাছেও আছে আপনার মতামত জানান -