এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার টি শার্টেও তৃণমূল বিজেপির লড়াই, জেনে নিন

এবার টি শার্টেও তৃণমূল বিজেপির লড়াই, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিরোধী দল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যজুড়ে ইতিমধ্যেই বাংলার মসনদ দখলে চলছে রাজনৈতিক দলগুলির জোরদার তৎপরতা। নিজের নিজের দলীয় সংগঠনকে শক্তিশালী করতে তৎপর সবাই। অন্যদিকে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে মূল প্রতিপক্ষ হিসেবে তৃণমূল এবং বিজেপি সম্মুখ সমরে নেমেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গেরুয়া শিবির যেমন একদিকে একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখল করাকে পাখির চোখ করেছে, ঠিক সেভাবেই তৃণমূল শিবিরও এত সহজে ছেড়ে দিতে রাজি নয়।

তবে সেক্ষেত্রে গেরুয়া শিবিরের কাছে তৃণমূল কিছুটা পিছিয়ে পড়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তৃণমূল-বিজেপির লড়াই এবার উঠে এসেছে টি-শার্টে। সম্প্রতি তৃণমূল সমর্থকদের পরনে একটি টি-শার্ট দেখা যায় যেখানে লেখা রয়েছে, ‘সব বেচে দে’। আর এবার বিজেপি কর্মীদের পাল্টা একটি টি-শার্ট পরে দেখা গেল, যে টিশার্টে লেখা রয়েছে ‘যমের দুয়ারে সরকার’। প্রসঙ্গত মনে করা হচ্ছে, এক্ষেত্রে তৃণমূলের কটাক্ষ গেরুয়া শিবিরের বেসরকারিকরণের দিকে এবং গেরুয়া শিবিরের কটাক্ষ প্রদর্শিত হয়েছে তৃণমূলের দুয়ারের সরকারের পরিপ্রেক্ষিতে।

অন্যদিকে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিউটাউনের ইকো পার্ক থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একের পর এক কটাক্ষ করলেন এদিন রাজ্যের তৃণমূল সরকারকে। উল্লেখ্য, এদিন দিলীপ ঘোষ এর সঙ্গে এক ঝাঁক বিজেপি সমর্থক দেখা যায়, যাদের পরনে ছিল ‘যমের দুয়ারে সরকার’ নামাঙ্কিত টি-শার্ট। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এদিন রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বলেন, বর্তমানে বিজেপি থেকে তৃণমূলে চমক দেখা যাচ্ছে বেশি। প্রতিদিন কিছু না কিছু নতুন ঘটছে সেখানে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এক্ষেত্রে তৃণমূলের ভাঙনের দিকেই ইঙ্গিত করেছেন রাজ্য বিজেপি সভাপতি। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই তৃণমূলের ফাটল চওড়া হচ্ছে বলে মত রাজনীতির কারবারিদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের এক ঝাঁক নেতৃত্ব কিংবা প্রশান্ত কিশোরের বিরুদ্ধে একের পর এক নেতা, সাংসদ, বিধায়করা বেসুরো হয়ে উঠছেন। এই অবস্থায় বিরোধী দল হিসেবে বিজেপি শিবির যথেষ্ট সুযোগ নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। মূলতঃ, তৃণমূলের ফাটল গেরুয়া শিবিরকে বাংলা দখলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের চমক বলতে কি বলতে চেয়েছেন আসলে তার বিস্তারিত ব্যাখ্যায় যাননি তিনি।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের অন্দরের লড়াই যেভাবে বিস্তার লাভ করছে তাতে তৃণমূল এই মুহূর্তে গেরুয়া শিবিরের থেকে বেশ কয়েক ধাপ পিছিয়ে গেছে। আপাতত বিধানসভা নির্বাচনকে যদি লক্ষ্য ধরা হয়, তাহলে তৃণমূল শিবির কিন্তু যথেষ্ট বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। এই অবস্থায় তৃণমূলকে জোরদার টক্কর দিচ্ছে বিজেপি। রাজনৈতিক মঞ্চের পাশাপাশি সমর্থকদের টি-শার্টেও যেভাবে লড়াই উঠে এলো, তা যথেষ্ট ইঙ্গিতবহ বলে ধরে নেওয়া হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!