এখন পড়ছেন
হোম > রাজ্য > “সরকার নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ” দাবি মুকুল রায়ের

“সরকার নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ” দাবি মুকুল রায়ের


নোয়াপাড়া বিধানসভার আসন্ন নির্বাচনের প্রচারে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুকুল রায় এক পদযাত্রায় অংশ নেন। সেখানে শাসকদলের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। স্টেট-স্পন্সরড টেররিজ়ম চলছে। রাজ্যের স্বরাস্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ তাই মুখ্যমন্ত্রীর উচিত নতুন স্বরাস্ট্রমন্ত্রী নিযুক্ত করা।বামেদের ৩৪ বছরের মধ্যে প্রথম ১০ বছর বাদ দিয়ে এটা আমরা দেখেছিলাম।আমাদের সংকল্প যাত্রার উপর আক্রমণ করা হয়েছিল যেভাবে তাতে আমরা বলতে পারি যে এই সরকার সন্ত্রাস করছে।আর আমাদের লড়াই এই সন্ত্রাসের বিরুদ্ধে।মহামান্য হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাদের প্রতিবাদ ও সংকল্প মিছিল বন্ধ করে দেওয়া হয়েছিল। গণতন্ত্র থাকা সত্ত্বেও যেভাবে রাজ্যে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, তাতে আমি বলতে পারি, সরকার নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর।তাই এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীর উচিত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা। এরপর মুকুলবাবু মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়েও কঠাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রী ভীষণ ব্যস্ত মানুষ।কেননা কখনও তাঁকে লন্ডন বা কখনও ইতালি আবার কখনও ইজ়রায়েল যেতে হচ্ছে।তাই তাঁর সময় নেই আইনশৃঙ্খলা দেখাশোনা করার। তাঁর উচিত অবিলম্বে রাজ্যে নতুন স্বরাস্ট্রমন্ত্রী নিয়োগ করে তাঁর হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া। মুকুলবাবু এদিন শিল্প সম্মেলন নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েন নি। তৃণমূল সরকারের আমলে শিল্প হয়নি একথা দাবি করে বলেন যে ৭ বছর তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। কিন্তু কোথাও শিল্প দূরের কথা একটি ইট ও পড়েনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!