এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পায়ে আঘাত প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে তুই তোকারি সহযোগে একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

পায়ে আঘাত প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে তুই তোকারি সহযোগে একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১০ ই মার্চ নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে নির্বাচনী প্রচারের সময়ে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জন্য তিনি দায়ী করেছিলেন বিজেপি শিবিরকে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্পূর্ণটাই নাটক। সম্প্রতি ভোটের পূর্বে নন্দীগ্রামে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর পায়ে আঘাতের ঘটনায় তিনি সরাসরি দায়ী করলেন শুভেন্দু অধিকারীকে। শুধু তাই নয়, তুই তোকারি সহযোগে একেবারে চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন তিনি শুভেন্দু অধিকারীকে।

আজ নন্দীগ্রামের বয়ালে মুখ্যমন্ত্রী এক জনসভায় যোগদান করেছিলেন। যেখানে মুখ্যমন্ত্রী জানালেন, তাঁরা ভদ্র ভাবে খেলেন, কিন্তু তাঁর সঙ্গে কেউ যদি লাগতে আসেন, তাঁকে যদি আঘাত কেউ করে, তবে তাঁর ওপরে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। এরপরই তিনি শুভেন্দু অধিকারীকে একেবারে তুই তোকারি ভাষায় জানালেন,”‘আমি বাইরের মেয়ে? তুই বেটা হরিদাস কাঁথির ছেলে, কী করে বেড়াস, তুই কবে নন্দীগ্রামের ছেলে হলি! তুই তো দালালি করে গেছিস। সিপিএমের দালালি করেছিস, বিজেপির দালালি করেছিস। কি দিইনি তোকে।।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুই তোকারি করে আরো জানান যে, শুভেন্দু অধিকারীরা তাঁকে আঘাত করেছিলেন। কিন্তু তিনি ভদ্রতা করে তা চেপে গিয়েছিলেন। ভোটের সময় শুভেন্দু অধিকারী তাঁর পা জখম করেছেন। অন্যদিকে, আজ ঠাকুরচকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জানিয়েছেন,”কী দিইনি তোকে! পরিবেশ দফতর, সেচ, পরিবহণ দফতরের মন্ত্রী করেছি। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করেছি, তোর বাবাকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যান করেছি, তোর ভাইকে কাঁথি পুরসভার চেয়ারম্যান করেছি।”

আজ ঠাকুরচকে মুখ্যমন্ত্রীর এই জনসভায় যোগদান করেছিলেন সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দোপাধ্যায় প্রমুখেরা। তবে, শিল্পীদের উপস্থিতি থাকলেও সভায় ভিড় তেমন জমে নি। মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য রাখার সময় জানিয়ে ছিলেন,সংস্কৃতির সঙ্গে রাজনীতির সম্পর্ক রয়েছে। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে তিনি আজ চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন, যেভাবে তাঁকে তুই তোকারি করেছেন, তাতে সংস্কৃতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

অন্যদিকে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হতাশায় ভুগছেন। বিপুল টাকা খরচ করে হেলিকপ্টারে করে, অটো, টোটো নিয়ে তিনি প্রচারে নেমেছেন। কিন্তু জমছে না লোক। তাই মুখ্যমন্ত্রী(বেগম) রেগে যাচ্ছেন। তিনি বুঝতে পেরেছেন যে, তিনি হারতে বসেছেন। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, তিনি স্থানীয় ছেলে, এখানেই তিনি থাকবেন। বাকি যারা এসেছেন, তাঁরা উড়ে এসেছেন, আবার উড়ে চলে যাবেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, ৩০ সে ৩০ পাবে বিজেপি। আবার, আগামীকাল শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নন্দীগ্রামে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!