এখন পড়ছেন
হোম > রাজ্য > জীবনের শেষ দিকে এসে গিয়েছি, এ রকম বেদনা কখনও অনুভব করিনি: সোমনাথ চ্যাটার্জি

জীবনের শেষ দিকে এসে গিয়েছি, এ রকম বেদনা কখনও অনুভব করিনি: সোমনাথ চ্যাটার্জি


রবিবার লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে সরব হলেন। এদিন তিনি বললেন, ‘নির্বাচনের নামে ছেলেখেলা হচ্ছে’। রাজ্যে নির্বাচন কার্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে কেনো কেন্দ্রীয় বাহিনী বহাল না করার সিদ্ধান্ত নিয়ে , প্রতিবেশী রাজ্য গুলি থেকে পুলিশ চাওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি কার্যতই হতবাক। এদিন রাজ্যের নির্বাচনকে ঘিরে তৈরী হওয়া অশান্ত পরিমন্ডল, হিংসা, হানাহানি নানা অপ্রীতিকর ঘটনার উল্লেখ করে রাজ্যের কোথাওই গণতন্ত্র সুরক্ষিত নয়, আইনের শাসন নেই, সুতরাং ৩৫৬ ধারা জারি করার দাবিয়ে জানিয়ে দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বর্ষীয়ান এই বাম নেতা বললেন, ”রাজ্যে গণতন্ত্রের সমাধি রচিত হয়ে গিয়েছে।” অত্যন্ত চিন্তিত কন্ঠে তিনি বললেন,”জীবনের শেষ দিকে এসে গিয়েছি। অনেক নির্বাচন দেখেছি। অনেক নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু এ রকম বেদনা কখনও অনুভব করিনি।এ বারের নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হচ্ছে না। … এত বড় একটা নির্বাচন হচ্ছে, কিন্তু তা যেন মানুষকে বাদ রেখে হচ্ছে।” তিনি মনে করেন রাজ্য নির্বাচন কমিশনার একদমই রাজ্য সরকারের প্রভাবমুক্ত হয়ে নির্বাচনী ক্রিয়াকলাপ পরিচালনা করতে পারছেন না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি প্রশ্ন তুললেন প্রথমে তিন দফায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পরে কী করে এক দফায় নির্বাচন পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হলো! এক দফায় রাজ্যে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করলে যে পরিমানে পুলিশ প্রয়োজনে তা রাজ্য সরকারের কাছে নেই। এমত অবস্থায় কেন্দ্রীয় বাহিনীই বা মোতায়েন করার জন্যে আবেদন করতে রাজ্য সরকারের অসম্মতিরই বা কারণ কী এই প্রশ্ন তুলে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ জানালেন ,”৫টি রাজ্যের কাছ থেকে বাহিনী চেয়ে পাঠানো হয়েছে। কয়েকটা রাজ্যকে এ ভাবে বেছে নেওয়াও তো আশ্চর্যের বিষয়! কিসের ভিত্তিতে এই রাজ্যগুলিকে বেছে নেওয়া হল? এর চেয়ে কেন্দ্রকে বললেই তো হত! রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ হওয়া দরকার জানিয়ে তিনি বললেন, ”নির্বাচন হচ্ছে না, নির্বাচনটাকে ছেলেখেলা করে দেওয়া হয়েছে। সেই ছেলেখেলাতেই মানুষের প্রাণসংশয় হচ্ছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!