এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্রমশ ভেঙে ছারখার হচ্ছে বিজেপির সাধের মতুয়া ভোটব্যাঙ্ক? বিধানসভার আগে দলে দলে যোগ তৃণমূলে?

ক্রমশ ভেঙে ছারখার হচ্ছে বিজেপির সাধের মতুয়া ভোটব্যাঙ্ক? বিধানসভার আগে দলে দলে যোগ তৃণমূলে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবির থেকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের ভোটব্যাঙ্ক নিজেদের আওতায় নিয়ে আসে বিজেপি। কিন্তু ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত মতুয়াদের নাগরিকত্ব পাওয়া নিয়ে বিন্দুমাত্র পদক্ষেপ গ্রহণ করেনি গেরুয়া শিবির। আর সেই অভিযোগকেই এবার হাতিয়ার করে বসিরহাটের স্বরূপনগরে প্রায় দুই শতাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূল শিবিরে যোগদান করলেন। সূত্রের খবর, বনগাঁ লোকসভায় প্রচুর মতুয়া সম্প্রদায়ের বসবাস।

এদিন মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক পুরুষ মহিলা মতুয়াদের ঝান্ডা সহযোগে তৃণমূলে যোগদান করেন। এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, তৃণমূল নেত্রী প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, সঙ্গীতা কর, তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, সঞ্জীব পাল, দুলাল ভট্টাচার্য প্রমুখ। প্রত্যেক তৃণমূল নেতাই দলবদলকারী মতুয়াদের হাতে দলীয় পতাকা তুলে তাঁদেরকে স্বাগত জানান। অন্যদিকে বিজেপি তৃণমূলে মতুয়া সম্প্রদায়ের যোগের কারণ হিসাবে তাঁরা অভিযোগ করেন, অযোধ্যা মন্দির হওয়ার সময় তাঁদের পক্ষ থেকে জল মাটি নিয়ে ভূমি পূজার দিন অযোধ্যা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে চাওয়া হয়েছিল, কিন্তু তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায়কে অপমান করা হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে নাগরিক ইস্যুতে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর যে কথা দিয়েছিলেন, তা আজও পূরণ করেননি বলে অভিযোগ উঠেছে মতুয়াদের পক্ষ থেকে। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের মিথ্যে প্রতিশ্রুতির কারণে এবং ঠাকুরবাড়ির জল মাটি নিয়ে অযোধ্যা ভূমি পূজায় উপস্থিত থেকেও ভেতরে প্রবেশ করতে না পারার অপমান বিজেপি থেকে তৃণমূলে ফিরিয়ে আনল মতুয়াদের বলে জানা যাচ্ছে।

তবে বিধানসভা নির্বাচনের আগে এই ব্যাপক মাত্রায় মতুয়াদের দলবদল যথারীতি চিন্তায় ফেলবে গেরুয়া শিবিরকে বলে দাবী বিশেষজ্ঞদের। তবে গেরুয়া শিবিরের একাংশ মনে করছেন, দলবদল খুব স্বাভাবিক ঘটনা। তবে দেখা গেছে এর আগে শান্তনু ঠাকুর মতুয়াদের বিভিন্ন অভিযোগের সম্মুখীন হয়েছেন। আর এবার মতুয়াদের একটা বড় অংশ যেভাবে তৃণমূলে যোগ দিল, তাতে বিধানসভার আগে ভোটব্যাঙ্কে টান পড়ার কথা পুরোপুরি অস্বীকার করতে পারছে না গেরুয়া শিবির।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!