এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লকেটকে একের পর এক ‘অশালীন’ আক্রমন কল্যাণের! ‘মাথা খারাপ হয়ে গেছে’! গর্জে উঠলেন বিজেপি সাংসদ!

লকেটকে একের পর এক ‘অশালীন’ আক্রমন কল্যাণের! ‘মাথা খারাপ হয়ে গেছে’! গর্জে উঠলেন বিজেপি সাংসদ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে চলেছে, ততোই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে বাড়ছে কুবাক্যের প্রয়োগ। যা অনেক সময় শ্লীল- অশ্লীলের সীমারেখা অতিক্রম করে যাচ্ছে। সম্প্রতি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ‘গলার লকেটকে পায়ের নুপুর’ বলে মন্তব্য করেছিলেন। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অশালীন আক্রমণ করেছিলেন তিনি। গতকাল তাঁর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেখানে তিনি জানালেন যে, মাথা খারাপ হয়ে গেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আবার, এর পাল্টা বক্তব্য রাখলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে দলের জনসংযোগ বৃদ্ধি করতে গতকাল সোমবার হুগলি জেলার মগরায় একাধিক আদিবাসী এলাকায় গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে দেখা করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন তিনি। পরবর্তীতে সেখানে তাদের সঙ্গে নাচে যোগদান করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

মগরার পর গতকাল তিনি গিয়েছিলেন ব্যান্ডেল রেল কলোনিতে। এই রেল কলোনির বাসিন্দাদের রেলের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। যা নিয়ে চলছে তীব্র চাপান উতোর। লকেট চট্টোপাধ্যায় গতকাল এই রেল কলোনির বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তাঁর সঙ্গে রেলমন্ত্রীর এ বিষয়ে কথা হয়েছে। যতদিন না তাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা হবে, ততদিন তাঁরা এই জায়গায় বসবাস করতে পারবেন। এরপর গতকাল বিকেলে হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তাঁর বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র বিরোধিতা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল গণমাধ্যমের কাছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। প্রতিদিন তিনি মহিলাদের নাম ধরে ধরে যেভাবে অশ্লীল ভাষাতে আক্রমণ চালাচ্ছেন, তা কিছুতেই ধর্তব্যের মধ্যে আনা যাচ্ছে না। বিজেপি সাংসদ জানালেন যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে দলে টিকিয়ে রাখতে মুখ্যমন্ত্রীকে (দিদিকে) খুশি রাখতেই এই ধরনের ভাষা ব্যবহার করে চলেছেন।

এরপর শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি জানালেন যে, তিনিও বিজেপির লাইনে আছেন। তাঁর কথায়, হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন পাচারের সঙ্গে যুক্ত আছেন। এরপর গতকাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যর পাল্টা প্রত্যুত্তর করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি দাবি করেছেন যে, তাঁর কাছে এমন খবর আছে যে, লকেট চট্টোপাধ্যায় ২০২১ এর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এভাবেই গতকাল দুই সাংসদের বিতর্কে সরগরম হল রাজ্যের রাজনীতি মহল। বিশ্লেষকেরা বলছেন, আগামী বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসতে থাকবে, ততই একদল অপরের বিরুদ্ধে কুভাষার প্রয়োগ বাড়াতে থাকবে। ফলে কুভাষায় ভরে যাবে চতুর্দিক।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!