এখন পড়ছেন
হোম > জাতীয় > কাদের নিয়ে ত্রিপুরায় লড়াই করবে তৃণমূল? কোন অস্রে সান দিয়ে তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে?

কাদের নিয়ে ত্রিপুরায় লড়াই করবে তৃণমূল? কোন অস্রে সান দিয়ে তৃণমূল লড়বে বিজেপির বিরুদ্ধে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয়লাভের পর একাধিক রাজ্যে ছড়িয়ে পড়ার চেষ্টা রয়েছে তৃণমূলের। যার মধ্যে অন্যতম হলো প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। বিজেপি শাসিত এই রাজ্য জয়ের মধ্যে দিয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের ভিতকে পাকাপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। আগামীকাল সেখানে যেতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নেবার পরই দলের কাজে ঝাঁপিয়ে পড়বেন তিনি।

এবার প্রশ্ন উঠে, কাদেরকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামবে তৃণমূল? কি হতে চলেছে তাদের প্রচারের অস্র? এ প্রসঙ্গে জানা যাচ্ছে যে, ত্রিপুরার যুবসমাজকে কাছে টেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে প্রচারের হাতিয়ার হতে চলেছে চাকরি ও উচ্চশিক্ষার সমস্যা। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ত্রিপুরার তরুণ প্রজন্ম বিপদের মধ্যে রয়েছে। শিল্পের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার। কিন্তু রাজ্যে এখনও পর্যন্ত কোনো রকম শিল্প আনতে পারেনি এই সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি, রাজ্যের পরিকাঠামোগত কোন উন্নতিও ঘটাতে পারেনি এই সরকার। নানা কারণে ত্রিপুরাতে সরকারের বিরুদ্ধে তীব্রভাবে ক্ষুব্দ হয়ে রয়েছে যুবকেরা। যার ফায়দা তুলতে চায় তৃনমূল। তৃণমূলের অভিযোগ, সেখানে শিক্ষার যেমন সমস্যা আছে, তেমনি ত্রিপুরাতে ব্যাপকহারে রয়েছে বেকার সমস্যা। বিশেষত, উচ্চশিক্ষার জন্য কোন বন্দোবস্তই নেই ত্রিপুরায়। উচ্চশিক্ষা নিতে গেলে শিলং বা কলকাতায় চলে যেতে হয়। এরপর রাজ্যে ব্যাপকহারে বেকার সমস্যা থাকায় চাকরি করতে গেলেও অন্য রাজ্যে পাড়ি দিতে হয়।

চাকরির উদ্দেশ্যে সন্তানেরা অন্য রাজ্যে চলে যাওয়ায় বৃদ্ধাশ্রমের মত দিন কাটাতে বাধ্য হচ্ছেন বৃদ্ধ মাতা-পিতারা। তৃণমূলের আরো অভিযোগ, কয়েক বছরে বহু শিক্ষক অবসর নিয়েছেন। কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়নি। এজন্য তরুণ প্রজন্ম যথেষ্ট ক্ষুব্দ বিজেপি সরকারের উপরে। তাদের এই ক্ষোভকে কাজে লাগিয়ে বাজিমাত করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দলের যুবকদের বেশি করে কাছে টানার চেষ্টা করছে তৃণমূল। এই উদ্দেশ্যেই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে পাঠানো হয়েছে ত্রিপুরাতে।

আর আগামীকাল ত্রিপুরা যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এর অনেক আগে থেকেই ত্রিপুরায় কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। ত্রিপুরা রাজ্যে বিজেপি শাসন উচ্ছেদ করতে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তৃণমূল। তবে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে, ত্রিপুরাতে তৃণমূলের কোন কিছুই নেই। তৃণমূলের কোনো অস্তিত্বই নেই, বাংলার বাইরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!