এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “2 মে-র পর কন্ডোমের দোকান খুলবেন” সায়নী ঘোষকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য অগ্নিমিত্রার, নিন্দার ঝড় রাজ্যে!

“2 মে-র পর কন্ডোমের দোকান খুলবেন” সায়নী ঘোষকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য অগ্নিমিত্রার, নিন্দার ঝড় রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণ, প্রতি আক্রমণ স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই আক্রমণ করতে গিয়ে কখনও কখনও শালীনতার মাত্রা অতিক্রম করে ফেলছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। এবার আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে আক্রমণ করতে গিয়ে রীতিমত বিতর্কিত মন্তব্য করে বসলেন সেখানকার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, এদিন নাম না করে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী।

তিনি বলেন, “উনি তো রাজনীতি জানেন না। না জানাটাই স্বাভাবিক। কারণ এতদিন সিনেমা করে এসেছেন। এরপর 2 মে ভোটের রেজাল্ট বেরোনোর পর তিনি হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনো প্রফেশনে যাবেন, বা হয়ত সিনেমাটায় করবেন।” স্বাভাবিকৎভাবেই প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে যেভাবে শালীনতার মাত্রা অতিক্রম করলেন বিজেপি প্রার্থী, এখন তা নিয়ে নিন্দার ঝড় তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। একজন নারী হয়ে আর একজন নারীকে কি এই ধরনের আক্রমণ করা যায়! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বলা বাহুল্য, এর আগে সায়নী ঘোষকে নিয়ে প্রশ্ন করতে দেখা যাচ্ছে বিজেপির একাধিক নেতা নেত্রীদের। একসময় আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থীর ফেসবুক পোস্টকে হাতিয়ার করে তাকে আক্রমণ করেছে একাংশ। আর এবার যেভাবে নির্বাচনী রেজাল্ট বেরোনোর পর  সায়নী ঘোষ কন্ডোম বিক্রি করবেন বলে মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল, তাতে বিতর্ক ক্রমশ জোরালো আকার ধারণ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে অগ্নিমিত্রা পাল একথা বললেও তাকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি বলেন, “অগ্নিমিত্রা পাল এই ধরনের কথা বলে নিম্নরুচির পরিচয় দিচ্ছেন। নিজের বংশ পরিচয় দিচ্ছেন এবং তার বেড়ে ওঠা কিভাবে, তা বোঝাচ্ছেন। উনি আমায় বাচ্চা বলতেন। আমার থেকে এত সিনিয়র হয়ে কিভাবে এই মন্তব্য করছেন জানি না। আমি এই বিষয় নিয়ে মন্তব্য করে নিজেকে নিচে নামাতে চাই না।”

বিশ্লেষকরা বলছেন, আসানসোল দক্ষিণে জমজমাট লড়াই। বিজেপির তারকা প্রার্থী যেমন অগ্নিমিত্রা পাল, ঠিক তেমনই তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। স্বাভাবিকভাবেই নির্বাচনী লড়াইয়ে কে শেষ হাসি হাসবে, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু লড়াই করতে গিয়ে যদি শালীনতার মাত্রা অতিক্রম করেন রাজনৈতিক নেতা-নেত্রীরা, তাতে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

যেভাবে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বাংলার রুচিবোধকে প্রশ্নের মুখে ফেলে দিলেন অগ্নিমিত্রা পাল, এখন তা নিয়ে নিন্দা শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। সব মিলিয়ে অগ্নিমিত্রা পালের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যে বিজেপি যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!