এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অনেক বেশি মার্জিন দেব তৃণমূলকে, মুকুল রায়কে কড়া চ্যালেঞ্জ পুত্র শুভ্রাংশুর

অনেক বেশি মার্জিন দেব তৃণমূলকে, মুকুল রায়কে কড়া চ্যালেঞ্জ পুত্র শুভ্রাংশুর


বাবা মুকুল রায় বিজেপিতে যোগ দিলেও পুত্র শুভ্রাংশু দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন তিনি এবং তাঁর বাবা সম্পূর্ণ আলাদা দুই ব্যক্তি। আর তাঁকে, শুভ্রাংশু রায়কে রাজনীতির ময়দানে জায়গা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং কোনো পরিস্থিতিতেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বাবার পথে হাঁটবেন না। সেটা যে শুধু কথার কথা নয় আরো স্পষ্ট করে দিলেন গতকাল। একদিকে যখন মুকুল রায় কার্যত জনজোয়ারে ভেসে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তখন অন্যপ্রান্তে শুভ্রাংশু বাবার উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন একের পর এক হুঙ্কার।
শুভ্রাংশু এদিন বলেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ২০১৬ সালের বিধানসভা ভোটে আমি যে মার্জিন পেয়েছিলাম, ২০১৯-এ তার থেকেও বেশি মার্জিন দিতে পারব তৃণমূলকে। বাবা আমার এলাকা ভাঙার চেষ্টা করলে, আমিও বাবার এলাকা ভাঙব। কিন্তু তাঁর এলাকা থেকেও অনেক লোক মুকুলের সঙ্গে বিজেপিতে কেন চলে গেলেন কেন? এ প্রশ্ন শুনে শুভ্রাংশু বললেন, কেউ কোথাও গেলে তাঁর সঙ্গে কিছু লোক তো যাবেই। কোনও মানুষকে দেখে কিছু লোক অন্য কোনও দলে যেতেই পারেন। কিন্তু মানুষ ভোট কাকে দিচ্ছে, তা দেখলেই বোঝা যাবে লোক কার সঙ্গে রয়েছে। কাজে বোঝায় যাচ্ছে পিতা-পুত্রের লড়াইটা খুব সহজ হতে যাচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!