এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগামী নির্বাচন বৈতরণী মুকুল ম্যাজিকেই পার হতে চাইছে বিজেপি

আগামী নির্বাচন বৈতরণী মুকুল ম্যাজিকেই পার হতে চাইছে বিজেপি


মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছিল যে মুকুল বাবুকে বিজেপিতে কেউ কেউ পছন্দ করছেন না ফলে বিজেপির অন্দরে শুরু হয়েছে অসন্তোষ।এমনকি সন্তুষ্ট নন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।বিজেপি এবার গেলো গেলো রবও উঠে গিয়েছিলো কিন্তু কলকাতায় দলের রাজ্য সদর দফতরের সামনে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সব অভিযোগকে নস্যাৎ করে দিয়ে জানিয়েছেন যে, বিজেপির বুথস্তরে সাংগঠনিক ঘাটতি মেটাবেন মুকুল।তিনি বললেন, অনেক বুথে আমাদের লোক নেই৷ উনি এলে ওঁর অনুগামীরাও আসবেন৷আরও অনেকে আসবেন৷
কয়েক মাস পরেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আগের লোকসভা ও বিধানসভা নির্বাচনে মোটামোটি ভালোই ফল করেছে বিজেপি। এবার সামনে ২০১৯ এর লোকসভা ভোটকে আবার পাখির চোখ করতে চাইছে বিজেপি। কিন্তু এখনো পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করতে পেরেছে বিজেপি তা বোঝা যাবে ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনে। আর এর ফলে সংগঠনের খামতি মেটাতে উঠে পরে লেগেছে রাজ্য বিজেপি। সামনের ২০১৯ এর লোকসভা ভোটের জন্যও শুরু হয়ে গেছে প্রস্তুতি কেননা অমিত শাহরা চান বাংলা থেকেও বড় সংখ্যার আসন। আর তাই বিজেপির অন্দরে ‘নতুন যোদ্ধা’ মুকুল বাবু কে ঘিরে যে আশা তৈরী হয়েছে তা তিনি কতটা পূরণ করতে পারবে তাই দেখতে উন্মুখ রাজনৈতিক মহল। তবে এটুকু বোঝা যাচ্ছে যে সামনে পঞ্চায়েত ভোটই এখন আপাতত মুকুল রায়ের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!