ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন মেয়র রাজ্য November 7, 2017 চন্দননগরের মেয়র এবং তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার প্রবীণ নেতা রাম চক্রবর্তী পুরি যাবার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ওড়িশার হাসপাতালে ভার্টি করা হয়। তাঁর চিকিৎসা চলছে। মেয়রের ব্যক্তিগত সহকারী দেবার্থ্য মুখোপাধ্যায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আরো অনেকেই আহত হয়েছেন তাঁরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে পরিবারের সঙ্গে দু’টি গাড়িতে করে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রামবাবু।গাড়ির চাকা বদলের প্রয়োজনে গাড়ি দাঁড় করানো হয় তখন একটি বড় লরি এসে গাড়িটিকে ধাক্কা মারে দুর্ঘটনায় প্রাণ হারান মেয়রের ব্যক্তিগত সহকারী দেবার্থ্য মুখোপাধ্যায়।মেয়রকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভার্টি করা হয় পরে সেখান থেকে বালেশ্বরে স্থানান্তরিত করা হয়, সূত্রের খবর মেয়রের শারীরিক অবস্থা স্থিতিশীল বর্তমানে। * ছবিটি প্রতীকী আপনার মতামত জানান -