এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী: করেননি মাধ্যমিক পাশ, কোটি টাকার সম্পত্তি, চারটি মামলা

নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী: করেননি মাধ্যমিক পাশ, কোটি টাকার সম্পত্তি, চারটি মামলা


আসন্ন নোয়াপাড়া উপনির্বাচনে রাজ্যের শাসকলদের প্রার্থী হয়েছেন গারুলিয়া পুরসভার চেয়ারম্যান তথা ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের আত্মীয় সুনীল সিং। প্রার্থী হিসাবে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার সঙ্গে জমা দেওয়া হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, সুনীলবাবুর –

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ নয়
সম্পত্তি – (সবই তিনি ব্যবসা থেকে করেছেন বলে দাবি)
গাড়ুলিয়াতে পারিবারিক বাড়ি, বর্তমান বাজারদর ৭০ লক্ষ টাকা
নিজের নামে ৩৮ লক্ষ টাকা মূল্যের বাড়ি
নিজের নামে ২৬ লক্ষ টাকা দামের গাড়ি
নিজের নামে থাকা সম্পত্তির পরিমাণ ৮৭ লক্ষ টাকা
নিজের কাছে থাকা সোনার পরিমান ৬ লক্ষ টাকা

স্ত্রীর নামে থাকা সম্পত্তির পরিমাণ ৬১.৫০ লক্ষ টাকা
স্ত্রীর নামে ২৯.৫০ লক্ষ টাকা দামের গাড়ি
স্ত্রীর কাছে থাকা সোনার পরিমান ২ লক্ষ টাকা

সন্তানের নামে থাকা সম্পত্তির পরিমাণ ৯ লক্ষ টাকা

মামলা – তাঁর নামে চার-চারটি মামলা আছে (যদিও সবই মিথ্যা মামলা ও সিপিএমের চক্রান্ত বলে জানিয়েছেন)

অন্যদিকে, কংগ্রেস প্রার্থী গৌতম বসু হলফনামায় জানিয়েছেন
শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ
সম্পত্তি –
পৈতৃক বাড়ির বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯৪ লক্ষ টাকা
নিজের নামে ১০ লক্ষ টাকা দামের গাড়ি
নিজের নামে থাকা সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ টাকা
স্ত্রীর নামে থাকা সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা

বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের দেওয়া হলফনামা অনুযায়ী জানা যাচ্ছে –
শিক্ষাগত যোগ্যতা – বিএ পাশ
সম্পত্তি –
নিজের নামে ৬২ হাজার টাকা দামের বাইক
নিজের নামে থাকা সম্পত্তির পরিমাণ ৬৫ হাজার টাকা
মামলা – নেই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!