এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধায়কপদ খারিজ হয়ে গেল বিজেপি বিধায়কের, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে

বিধায়কপদ খারিজ হয়ে গেল বিজেপি বিধায়কের, তীব্র শোরগোল রাজনৈতিক মহলে


সামনেই বিধানসভা নির্বাচন, আর তাই বাম অধ্যুষিত ত্রিপুরাতে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি শিবির ভরসা রেখেছিল সেই রাজ্যের বিরোধী বিধায়কদের উপর। ত্রিপুরাতে নিজেদের কোনো বিধায়ক না থাকায় নির্বাচনের আগে সংগঠন আরো জোরদার করতে কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া বা সরাসরি কংগ্রেস বিধায়কদের দলে নিয়ে পাল্লা ভারী করতে চেয়েছিল গেরুয়া শিবির। কংগ্রেসের টিকিটে জেতার পরে দলবদল করে বিজেপিতে নাম লেখান বিধায়ক বীরজিত্‍ সিনহা।কিন্তু দলবদলের পরেও তিনি দীর্ঘদিন ধরে বিধানসভায় অনুপস্থিত ছিলেন। এরপরেই তাঁর বিরুদ্ধে দলবদলের অভিযোগ আনে ত্রিপুরা কংগ্রেস। আর ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্রচন্দ্র দেবনাথ সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি বিধায়কের বিধায়কপদই খারিজ করে দিলেন। ফলে তীব্র চঞ্চল্য সৃষ্টি হয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষনেতা অভিযোগ করেন, ত্রিপুরাতে হাওয়া ক্রমশ ঘুরছে, আসন্ন নির্বাচনেই বাম সরকার উল্টে গিয়ে পদ্মফুল ফুটবে। আর তাই ভয় পেয়ে বিজেপিকে আটকাতে এই ধরনের কাজ করছে। কিন্তু এইভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না, আসন্ন নির্বাচনেই মানুষ এর যোগ্য জবাব দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!