এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পয়েন্ট ধরে ধরে মমতার সরকারের অযোগ্যতা ও অপদার্থতা ‘প্রমান’ করলেন রাহুল সিনহা? তীব্র জল্পনা

পয়েন্ট ধরে ধরে মমতার সরকারের অযোগ্যতা ও অপদার্থতা ‘প্রমান’ করলেন রাহুল সিনহা? তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যের ভয়ঙ্কর করোনা পরিস্থিতি ঠেকাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত মাস থেকে আবার লকডাউন ফিরিয়ে এনেছেন রাজ্যে। তবে তা সার্বিকভাবে নয়, সাপ্তাহিকভাবে। গত মাসে ঠিক এভাবেই লকডাউন পালন হয়েছে রাজ্যে। লকডাউনের কড়াকড়ির জেরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগস্ট মাসেরও বেশ কয়েকটি দিন বেছে নিয়ে লকডাউন করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সেই সূত্রে মাসের প্রথমেই বেশ কয়েকটি তারিখ লকডাউন হিসেবে ঘোষণা করা হয়।

কিন্তু দুদিন যেতে না যেতেই সেই তারিখের পরিবর্তন ঘটে। এর মধ্যেই 5 ই আগস্ট লকডাউন করা নিয়ে রাজ্যের গেরুয়া শিবিরের সাথে তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্ব রীতিমতো তুঙ্গে উঠেছে। কিন্তু আবার লকডাউনের দিন পরিবর্তন হতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে, আগামী 28 শে আগস্ট রাজ্যে লকডাউন হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হবে না। তবে বারবার লকডাউনের দিন পরিবর্তন হওয়া নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা।

এদিন তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন। 28 আগস্ট লকডাউনের দিন পরিবর্তন করা নিয়ে ইতিমধ্যেই নবান্ন থেকে জানানো হয়েছে, পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকার কারণে 28 শে আগস্ট দিনটি লকডাউন করা হচ্ছে না জনগণের সুবিধার্থে। তবে 28 শে আগস্ট লকডাউন না হলেও 20, 21, 27 এবং 31 শে আগস্ট লকডাউন যথা নিয়মে হবে বলে জানা গেছে। অন্যদিকে রাহুল সিনহা এই নিয়ে রাজ্য প্রশাসনের প্রতি রীতিমতো কটাক্ষ করে কড়া মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাহুল এ দিন জানান, রাজ্য সরকার এই নিয়ে ছ’বার লকডাউনের দিন পরিবর্তন করেছে। আর সেক্ষেত্রে রাহুলের দাবি, পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে তা আগে থেকে কেন সরকার দেখে নেয়নি। আর এই প্রসঙ্গে তিনি রাজ্য সরকারকে অযোগ্য এবং অপদার্থ বলে ভূষিত করেছেন। তবে রাহুল এদিন যে চাঞ্চল্যকর তথ্যটি জানান, সেটি হলো আগামী 28 শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। রাহুল দাবি করেন, এই দিনটির কথা আসলে রাজ্য সরকার ভুলে গিয়েছিল।

তাই এতদিন পরে 28 শে আগস্ট লকডাউনের দিন পরিবর্তন করার কথা ঘোষণা হলো। পাশাপাশি তিনি এও জানান, 29 তারিখ মহরম। সেইসূত্রেও তৃণমূল সরকার লকডাউনের দিন পরিবর্তন করল। আর সে ক্ষেত্রে রাহুল সিনহা তৃণমূলকে সাম্প্রদায়িক বলে অভিহিত করেছেন। বিরোধীরা অবশ্য প্রথম থেকেই লকডাউনের দিন বারবার পরিবর্তন হওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে। অনেকেই এভাবে লকডাউন পরিবর্তন হওয়াকে ছেলেখেলার সঙ্গে তুলনা করেছেন।

এই অবস্থায় আবারও লকডাউনের দিন পরিবর্তন হওয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি, এভাবে বারবার লকডাউনের দিন পরিবর্তন হলে সাধারণ মানুষও তিতিবিরক্ত হয়ে উঠবেন। অন্যদিকে স্বাভাবিকভাবেই 28 তারিখ শুক্রবার লকডাউন বাদ হওয়ার পর থেকেই গেরুয়া শিবির এবার তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে লকডাউনের দিন বারবার পরিবর্তন হওয়ার ফলে লকডাউনের আসল উদ্দেশ্য মার খাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!