এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ত্রিপুরাতে পা রেখেই কাঁটা দিয়ে কাঁটা তুললেন অভিষেক, অস্বস্তিতে বিজেপি!

ত্রিপুরাতে পা রেখেই কাঁটা দিয়ে কাঁটা তুললেন অভিষেক, অস্বস্তিতে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা আসতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। আর সেই সময় বিজেপি শাসিত ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপির পক্ষ থেকে পাল্টা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল একাংশের মধ্যে। যদিও বা ত্রিপুরা সবসময় অতিথিকে স্বাগত জানায় বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল ত্রিপুরার বিজেপির মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। এক্ষেত্রে “অতিথি দেব ভব” এই শব্দ উচ্চারণ করেছিলেন তিনি। কিন্তু সোমবার ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখতে না রাখতেই তার ওপর হামলা নেমে আসে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখানো থেকে শুরু করে তার কনভয়ে হামলা করা প্রসঙ্গে এবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্যকে হাতিয়ার করেই তাকে চাপে ফেলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে পা রেখেই প্রথমে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যান। আর সেই মন্দিরে যাওয়ার পথেই তার উপর হামলা করা হয় বলে অভিযোগ। আর তারপরেই সংবাদমাধ্যমকে বিবৃতি দিতে গিয়ে কয়েকদিন আগেই করা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্যকে হাতিয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কয়েকদিন আগেই বলেছিলেন, অতিথি দেব ভব। এখন হামলা। ত্রিপুরার মানুষ এর বিচার করবে।” একাংশ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করলেন। কিছুদিন আগেই শান্তির বার্তা শোনা গিয়েছিল বিপ্লব দেবের গলায়। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পা রাখতেই যেভাবে তাকে বিক্ষোভ এবং হামলার মুখে পড়তে হল, তাতে বিজেপির মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করে তাকেই প্রশ্নবানে বিদ্ধ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই বার্তা দিয়েছিলেন, এবার অন্যান্য রাজ্যে ক্ষমতা দখল করা তার প্রধান লক্ষ্য। আর মতো করেই দলকে পরিচালনা করবেন তিনি। বর্তমানে পশ্চিমবঙ্গের পর ত্রিপুরা থেকে যাতে বিজেপিকে সরানো যায়, তা যে তাদের প্রধান লক্ষ্য, তা তৃণমূলের তৎপরতার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পা রাখার সাথে সাথে যেভাবে তাকে বিক্ষোভ এবং হামলার মুখে পড়তে হল, তাতে রীতিমতো গর্জে উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছিল সেখানকার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। যেখানে অতিথিকে সবসময় স্বাগত বলে বুঝিয়ে দিয়েছিলেন তিনি।

অর্থাৎ তার এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তিনি শান্তির বার্তা দিচ্ছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিজেপি শাসিত ত্রিপুরাতে পা রাখতেই যেভাবে তাকে বিক্ষোভ দেখানো হল, তাতে বিজেপি শাসিত রাজ্যে এটাই কি গণতন্ত্র, নিজের মন্তব্যের মধ্যে দিয়ে সেই কথাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা বিজেপিকে অনেকটাই চাপের মুখে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিপ্লব দেবের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!