মুকুল ‘জটেই’ আটকে নারদ তদন্তের অগ্রগমন জাতীয় বিশেষ খবর রাজ্য November 7, 2017 দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি একযোগে চালাচ্ছে নারদ কাণ্ডের তদন্ত। সিবিআই এর প্রথম দফার জিজ্ঞাসাবাদের কাজ মিটলেও নারদের গোপন ক্যামেরা অভিযানের ফুটেজের সঙ্গে লেনদেন-স্থল খতিয়ে দেখার কাজ অসম্পূর্ন। অন্যদিকে ইডির প্রথম দফার জিজ্ঞাসাবাদের কাজই সম্পূর্ণ হয় নি। আর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে দুটি ক্ষেত্রেই ‘কমন ফ্যাক্টর’ মুকুল রায়। দুই সংস্থার পক্ষ থেকেই জানা যাচ্ছে, মুকুল বাবুকে বারবার যোগাযোগ করা হলেও, তিনি জানিয়েছিলেন তিনি তদন্তে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু যেহেতু তিনি এক ‘রাজনৈতিক সন্ধিক্ষনে’ ছিলেন তাই কলকাতায় না থাকার দরুন আসতে পারেননি। আর তাই বাকি ১২ জন অভিযুক্তকে নিয়ে গোয়েন্দা সংস্থার কাজ সম্পূর্ণ হলেও, সম্পূর্ণ প্রক্রিয়া আটকে রয়েছে। তবে সূত্রের খবর মুকুলবাবু জানিয়েছেন, তদন্তকারীদের টেক্সট মেসেজ করে জানিয়েছি, কলকাতায় ফিরে এসেছি। যখন তাঁরা ডাকবেন, আমি চলে যাব। সিবিআই সূত্রের খবর, তদন্তের প্রক্রিয়া শেষ হলে তদন্তকারীদের তোলা ছবি এবং ফুটেজে মিল আছে কি না, তা নিশ্চিত করতে ফরেন্সিক ল্যাবে পাঠানো হতে পারে। আপনার মতামত জানান -