এখন পড়ছেন
হোম > অন্যান্য > আশঙ্কা বাড়িয়ে এবার শিলিগুড়িতে পাওয়া গেল করোনার নতুন স্টেন, তৃতীয় ঢেউয়ের প্রবল আশঙ্কা

আশঙ্কা বাড়িয়ে এবার শিলিগুড়িতে পাওয়া গেল করোনার নতুন স্টেন, তৃতীয় ঢেউয়ের প্রবল আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি ঘটতে শুরু করলেও, উত্তরবঙ্গকে নিয়ে যথেষ্ট আশঙ্কা বাড়ছে বিশেষজ্ঞদের। উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি জেলাকে নিয়ে বাড়ছে আশঙ্কা। এই পরিস্থিতিতে এবার শিলিগুড়ির ৭ জন ব্যক্তির শরীরে পাওয়া গেল করোনার নতুন ভেরিয়েন্ট। এই ৭ জন ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদের মধ্যে ৫ জনের শরীরে পাওয়া গেছে ডেল্টা ভেরিয়েন্ট, দুজনের শরীরে ইউকে ভেরিয়েন্ট পাওয়া গেছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক। এই ঘটনার পরই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে কলকাতার একটি ল্যাবরেটরীতে ডেল্টা ভেরিয়েন্ট এর খোঁজ করতে বেশকিছু করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা গেছে যে, ৭ জনের মধ্যে ৫ জন ব্যক্তির শরীরে ডেল্টা ভেরিয়েন্ট, দুজনের শরীরে পাওয়া গেছে ইউকে ভেরিয়েন্ট। এদের মধ্যে ৬ জন ব্যক্তিই হলেন শিলিগুড়ির বাসিন্দা, একজন হলেন মংপুর বাসিন্দা। এই তথ্য সামনে আসতেই ব্যাপক আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।

করোনা আক্রান্ত ৭ জন ব্যক্তিকে সর্বদা নজর রাখছেন বিশেষজ্ঞরা। পূর্বে একাধিক বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে, উত্তর-পূর্ব ভারত থেকে করোনার তৃতীয় ঢেউ এর সূত্রপাত ঘটতে পারে। আর এরপর উত্তরবঙ্গে নতুন স্টেনের সন্ধান মেলায় যথেষ্ট আশঙ্কা বেড়েছে বিশেষজ্ঞদের। প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। তবে, এ প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানিয়েছেন যে, এ বিষয়ে অযথা আতঙ্ক না করতে। তবে, মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন তিনি সকলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!