এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্মীদের পুরো বেতন কাটা নিয়ে সংস্থা ও প্রশাসনকে বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের !

কর্মীদের পুরো বেতন কাটা নিয়ে সংস্থা ও প্রশাসনকে বড়সড় নির্দেশ সুপ্রিম কোর্টের !


করোনা ভাইরাসের করাল থাবায় গোটা দেশের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। ফলত লকডাউনের প্রভাবে বহু মানুষ কাজ হারিয়েছে ইতিমধ্যেই। বেসরকারি সংস্থা গুলি থেকে ছাঁটাই করা হয়েছে বেশ কিছু মানুষ। বেশ কিছু সংস্থা বেতন দেওয়া স্থগিত করেছে।

সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুলির ওপর জোর দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের বিচারপতি নাগেশ্বর রাও। প্রসঙ্গত কোনো সংস্থা বেতন কাটলে সেই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না, কর্মীদের পুরো বেতন না দিতে পারলে এখনই সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নয় বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের কোষাগার সামলাতে ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে গ্রিন জোন গুলিতে ছোট, মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ঝাঁপ খোলার প্রস্তাব রাখার হয়েছে বলে জানা গেছে। কিন্তু মেনে চলতে হবে সামাজিক দূরত্ব এবং অবলম্বন করতে হবে নানা সতর্কতা। বিষয়টি নিয়ে এখনও কোনও অন্তিম সিদ্ধান্তে আসেনি কেন্দ্র। তবে জানা গেছে আগামী সপ্তাহ পর্যন্ত এর শুনানির সময় চেয়েছে কেন্দ্র সরকার।

ইতিমধ্যেই সংস্থা বন্ধ থাকার কারণে কর্মচারীদের বেতন বেতন বন্ধ ইনডাস্ট্রিয়াল ইউনিটের এমনটাই সূত্রের খবর। এমনকি সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে বলে জানা গেছে। এদিন সুপ্রিম কোর্ট সংস্থার পক্ষেই রায় ঘোষণা করে বলেই সূত্রের খবর থেকে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!