এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ছাড় নেই প্রধানমন্ত্রীরও! তৃনমূলকে “অপমান” করায় এবার এফআইআর খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও!

ছাড় নেই প্রধানমন্ত্রীরও! তৃনমূলকে “অপমান” করায় এবার এফআইআর খোদ নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও!

শুক্রবার জলপাইগুড়িতে এসে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই কর্মসূচির মধ্যে অন্যতম ছিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন এবং ফালাকাটা- সলসলাবাড়ি জাতীয় সড়কের উদ্বোধন। কিন্তু এবার প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হওয়া সেই জাতীয় সড়ক নিয়েই রাজ্যের শাসকদল বনাম বিরোধীদলের তুমুল তরজা বেঁধে গেল।

এমনকী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে এই জাতীয় সড়কের উদ্বোধন করার জন্য জলপাইগুড়ির কোতোয়ালি থানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হল। কিন্তু কেন এই এফআইআর? তৃণমূলের অভিযোগ, জাতীয় সড়কের উদ্বোধনে অনুমতি না নিয়েই স্থানীয় তৃনমূল সাংসদ ও বিধায়কদের নাম বিজ্ঞাপনে দেওয়া হয়েছে।

আর এর বিরুদ্ধেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এদিন এই প্রসঙ্গে এসইজেডের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “তৃণমূলকে অপমান করতেই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। আর সেই কারণেই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে থানায় অভিযোগ দায়ের করলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করার পরই যুব তৃনমূলের পক্ষ থেকে সেই এলাকায় শাসকদলের যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হয়। এদিকে তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সভার পর গোটা এলাকা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করলে পাল্টা বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে গোমূত্র ছিটিয়ে এলাকায় শুদ্ধিকরণ করা হবে বলে জানিয়ে দেয় গেরুয়া শিবিরের নেতারা।

সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যের শাসক দলের সাংসদ এবং বিধায়কদের অনুমতি না নিয়েই বিজ্ঞাপনে নাম ছাপানোয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই করা হল এফআইআর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!