এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যপালকে কালো পতাকা, কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ!

রাজ্যপালকে কালো পতাকা, কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন ইস্যুতে বর্তমানে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক নেতা নেত্রীদের। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর সেই রাজ্যপালকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠলো তৃণমূলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

প্রসঙ্গত, এদিন দার্জিলিং যাওয়ার পথে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তারপরেই বেরোনোর পথে তাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। যে ঘটনায় মূল অভিযোগের আঙ্গুল ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। আর শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে রাজ্যপালকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠতেই রীতিমত চাপে পড়ে গিয়েছে ঘাসফুল শিবির।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যপালের একের পর এক পদক্ষেপ রীতিমতো চাপে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। হিংসা আটকাতে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল যে পদক্ষেপ নিয়েছেন, তা তৃণমূলের চাপ দ্বিগুণ ভাবে বাড়িয়ে দিয়েছে। আর এই পরিস্থিতিতে সেই রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যাওয়ার পরেই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে উঠল কালো পতাকা দেখানোর অভিযোগ। যার ফলে শাসক দলের ছাত্র সংগঠন ব্যাকফুটে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!