এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে ডকুমেন্ট তৈরি, জেলযাত্রা নিশ্চিত! বড়সড় হুঙ্কার শুভেন্দুর!

মমতার বিরুদ্ধে ডকুমেন্ট তৈরি, জেলযাত্রা নিশ্চিত! বড়সড় হুঙ্কার শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার পর শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অনেক তৃণমূল বিধায়ক জেলে গিয়েছেন। সম্প্রতি জেলে গিয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তার পর থেকেই শুভেন্দু অধিকারী দাবি করছেন, শিক্ষা, খাদ্য জেলে গিয়েছে। এবার স্বাস্থ্য জেলে গেলেই পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন পূর্ণতা পাবে। অর্থাৎ যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই সাম্প্রতিককালে একাধিক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আর এবার একেবারে নাম করে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে ভয়ংকর হুংকার দিলেন শুভেন্দুবাবু। যার ফলে মনে করা হচ্ছে যে, খুব তাড়াতাড়ি একটা বড় কিছু হতে চলেছে রাজ্যে। শুভেন্দু অধিকারী এটাও জানালেন যে, তিনি নাকি সব তথ্য তৈরি করে ফেলেছেন। ধীরে ধীরে তা প্রকাশ করবেন।

প্রসঙ্গত, আজ কৃষ্ণনগরের সভা থেকে রীতিমত হুংকার দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “শিক্ষা জেলে গিয়েছে, খাদ্য জেলে গিয়েছে, এবার স্বাস্থ্য যাবে জেলে। মমতা ব্যানার্জি পিএম কেয়ার ফান্ডের সমস্ত টাকা লুট করেছেন। সমস্ত আধিকারিকদের নিয়ে এই টাকা লুট করা হয়েছে। সমস্ত ডকুমেন্ট রেডি করেছি। ক্রমশ প্রকাশ্য। সব সামনে আনব। আমরা এই ঘটনাতেও সিবিআই তদন্তের দাবি করব। মমতা ব্যানার্জি বাইরে থাকবেন না। উনি আসল চোর।” একাংশ বলছেন, একের পর এক যেরকম দুর্নীতি সামনে আসছে, তাতে এই সরকারের কাছ থেকে অনেক কিছুই আশা করেনি সাধারণ মানুষ। তাই শুভেন্দু অধিকারী অতীতেও যে সমস্ত তথ্য তুলে ধরেছেন, তা ভবিষ্যতে সত্য হিসেবে সামনে এসেছে। তাই এবারেও পিএম কেয়ার ফান্ডের টাকা লুটের যে অভিযোগ তিনি একেবারে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে করলেন, তা রীতিমতো ভয়ংকর। আর এই তথ্য যে একেবারেই মিথ্যা, তা এখনই বলা যাবে না। তাই ভবিষ্যতে শুভেন্দু অধিকারী এই নিয়ে যে সক্রিয়তা দেখাবেন, সেটা নিশ্চিত। আর তার ফলে স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বড় কোনো একটা তথ্য সামনে আসতে পারে, তা বিরোধী দলনেতার এদিনের বক্তব্যে আরও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন সমালোচকরা।

বিজেপির দাবি, এই রাজ্যে যত দুর্নীতি হচ্ছে, যত মন্ত্রীরা জেলে যাচ্ছেন, তার সব কিছুরই মূলাধার হচ্ছেন মুখ্যমন্ত্রী। তার কথা ছাড়া এই রাজ্যে কিছু হয় না। সেখানে এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে, অথচ তিনি কিছু জানেন না, এটা প্রমাণ করলেও মানুষ বিশ্বাস করবে না। স্বাস্থ্য দপ্তর নিয়ে সমস্ত তথ্য তৈরি করে ফেলেছেন শুভেন্দুবাবু। শুধু তা প্রকাশ করার অপেক্ষা। আর তারপরেই বিপদ ঘনিয়ে আসবে মুখ্যমন্ত্রীর। দুর্নীতি করে আর যাই হোক রেহাই পাওয়া যাবে না বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, মানুষ শুভেন্দু অধিকারীর এই কথায় বিশ্বাস করছেন। আর তার পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। কারণ এই সরকারের খাপ খুললেই এখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সততা নিয়ে আর বিন্দুমাত্র ভরসা নেই রাজ্যের সাধারণ মানুষের। তারা রীতিমতো বিরক্ত। সকলেই চাইছেন, মূল মাথার বিরুদ্ধে কবে পদক্ষেপ গ্রহণ করা হবে। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী অতীতেও যে সমস্ত তথ্য দিয়েছেন, তা ভবিষ্যতে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এবার পিএম কেয়ার ফান্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে বোমা তিনি ফাটালেন, হয়ত সেটার পেছনেও সত্যতা থাকলেও থাকতে পারে। তবে কি আছে তার গোপন নথিতে, তা তো সময় বলবে। তবে এদিন বিরোধী দলনেতার হুংকার রীতিমতো ঘুম ওড়াবে রাজ্যের মুখ্যমন্ত্রীর। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!