এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING – ভিনরাজ্যে থেকে বাংলায় ফেরা আরও সহজ! বড়সড় নতুন পদক্ষেপ নবান্নের, জানুন বিস্তারিত

BREAKING – ভিনরাজ্যে থেকে বাংলায় ফেরা আরও সহজ! বড়সড় নতুন পদক্ষেপ নবান্নের, জানুন বিস্তারিত

অভূতপূর্ব করোনা পরিস্থিতিতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন। ফলে, বন্ধ সমস্ত রকমের গণপরিবহন। আর তার জেরে সমস্যায় পড়েছেন রাজ্যের বাইরে আটকে থাকা হাজার হাজার মানুষ। কেউ গেছেন বাইরের রাজ্যে কাজ করতে, কেউ বা চিকিৎসার প্রয়োজনে আবার কেউ বা শিক্ষা সংক্রান্ত কাজে। কিন্তু লকডাউনের জেরে কাজকর্ম বন্ধ থাকায় আপাতত বন্ধ রোজগারের পথ। এদিকে জমানো সঞ্চয়ও শেষের পথে – ফলে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হচ্ছে রাজ্যের বাইরে আটকে থাকা এইসব মানুষদের।

ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বাইরে আটকে থাকা এইসব মানুষদের ঘরে ফেরাতে চালানো হবে বিশেষ ট্রেন। ফলে কিছুটা হলেও বাড়ছিল আশার আলো। সেই ট্রেন কিভাবে মিলবে, কিভাবে ঘরে ফেরা হবে তাই নিয়ে নবান্ন থেকে দেওয়া হয়েছিল বিশেষ ফোন নাম্বার। কিন্তু অভিযোগ সেই নাম্বারে ফোন করলে ফোনই পাওয়া যাচ্ছে না। প্রিয়বন্ধু মিডিয়ার দপ্তরেই প্রতিদিন অন্তত কয়েকশো ফোন আসছে – যদি কিছু সুরাহা পাওয়া যায় বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে নবান্নের তরফে জানানো হয়েছে, টোল ফ্রি একটি নাম্বার দেওয়া থাকলেও, আসলে সেখান থেকে ৩০ টি লাইন করা ছিল। অর্থাৎ প্রতি মুহূর্তে ৩০ জন মানুষের সঙ্গে কথা বলা যাবে। যা পরবর্তীকালে বাড়িয়ে ৬০ টি করা হয়েছে, সঙ্গে বেড়েছে সিনিয়র অফিসারদের নজরদারি। কিন্তু, বাংলায় ফিরতে চেয়ে প্রতি মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ ফোন করছেন। ফলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই লাইন পাচ্ছেন না। তার থেকেও বড় কথা, এত মানুষ একসঙ্গে ফোন করতে চাওয়াই অনেক সময় সিস্টেম ‘বসে যাচ্ছে’, ফলে অসুবিধা আরও বাড়ছে।

আর তাই এবার বাইরের রাজ্যে আটকে পড়া মানুষদের ঘরে ফেরাতে আরও সহজ পন্থা নেওয়ার ভাবনায় রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের ওয়েবসাইটে আবেদন করলে বাংলা থেকে অন্য রাজ্যে যাওয়ার ‘এক্সিট পাস’ মিলছে। একইভাবে অন্য রাজ্যে আটকে থাকা মানুষদের রাজ্যে ফেরাতে এবার একটি বিশেষ অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। কবে চালু হবে এই অ্যাপ? এখনও সঠিক কোনো দিনক্ষণ জানা না গেলেও, প্রশাসনিক সূত্রে জানা গেছে, রাজ্যে ঢুকতে চাওয়া মানুষদের জন্য এই অ্যাপ তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে।

ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সরকার পরিকল্পনা করে ভিন রাজ্যে আটকে থাকা সকলকে পর্যায়ক্রমে ফিরিয়ে আনবে। অন্যদিকে নবান্নের প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, কয়েক দিনের মধ্যে এই অ্যাপ শুরু হলে অনেকের সুবিধা হবে। আশা করা যায়, ফোনের সমস্যাও কমবে। তাঁরা আরও জানিয়েছেন, শুধু শ্রমিক নন, অন্য কোনও কাজে ভিন‌ রাজ্যে গিয়ে যাঁরা আটকে পড়েছেন তাঁদের অনেকেই ছোট গাড়িতে বাংলায় ফিরতে ইচ্ছুক। তাঁরা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে পাস পেয়ে যাবেন। ফলে, ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের জন্য বড়সড় সুরাহার ব্যবস্থা হবে বলেই মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!