এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান” মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের

“মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চান” মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট কলকাতা পুরসভার নির্বাচনের পর আরও একবার রাজ্যে ভোটের হাওয়া। তার কারণ রাজ্যজুড়ে আরো একবার পুর নির্বাচন শুরু হতে চলেছে এবং সেই সূত্রে আবার মুখোমুখি লড়াইয়ে তৃণমূল এবং বিজেপি সহ অন্যান্যরা। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই তৃণমূল সর্বভারতীয় স্তরে নিজেদের সাংগঠনিক জোর বাড়াবার প্রস্তুতি চালাচ্ছে। এবং প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু রাজনীতির অলিতে-গলিতে শোনা যাচ্ছে। আর এবার উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মন্তব্য করেছেন গঙ্গাসাগরের মহন্ত।

মঙ্গলবার গঙ্গাসাগরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে গিয়ে মহন্তের সঙ্গে দেখা করেন। আর গঙ্গাসাগরের মহন্তের এই মন্তব্য নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রতিদিনের মত আজকেও সকালে দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল ইকোপার্কে প্রাতঃভ্রমণে। আর সেখান থেকেই তিনি আক্রমণ করলেন রাজ্যের শাসক দলকে এবং তাঁদের নেত্রীকে। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, কলকাতা পুরভোটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ করেছিলেন, তার ধুতেই তিনি গঙ্গাসাগর গেছেন। কার্যত প্রত্যেকটা নির্বাচনের শেষে তিনি প্রায়ই এরকম করে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গঙ্গাসাগর থেকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপকভাবে আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি রীতিমতো অভিযোগ করে বলেন, গঙ্গাসাগরকে কার্যত দুয়োরাণী করে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর ঠিক এই জায়গা থেকে দিলীপ ঘোষ পাল্টা মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি গঙ্গাসাগরের উন্নয়ন চান, তাহলে অবশ্যই কেন্দ্রের সঙ্গে কথা বলার প্রয়োজন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, বিগত 10 বছরে গঙ্গাসাগরের কি কি উন্নয়ন হয়েছে তা নিয়ে। দিলীপ ঘোষ গঙ্গাসাগর প্রসঙ্গেও একাধিক অভিযোগ করেছেন যার কেন্দ্রে শাসকদল। দিলীপ ঘোষের অভিযোগ, গঙ্গাসাগর মেলায় বাইরে থেকে যে লোক আসছে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। কোন ডিসিপ্লিন থাকেনা সেখানে।

অন্যদিকে মঙ্গলবার রাতে আরও একবার গোয়া সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সম্পর্কেও তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ। কার্যত তিনি বলেন, নতুন বিমান কেনা হয়েছে বলে তা ব্যবহার করতেই বারবার গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বুধবার সকালে দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ রাজনৈতিক মহলে আরো একবার দু’দলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!