এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মহেশতলা উপনির্বাচন – কে হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী?

মহেশতলা উপনির্বাচন – কে হচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী?

মহেশতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হতে চলেছে। গতকালই জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আগামী ২৮ মে সেখানে ভোটগ্রহণ হবে, গণনা আগামী ৩১ মে। আর এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেছে কে হতে চলেছেন সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী? রাজ্যের সকলের রাজনীতির যাঁরা খবর রাখেন তাঁরা জানেন সেখানে পরিবারতন্ত্রের উপর ভরসা রাখা হয়, অতীতের উপনির্বাচনগুলির দিকে নজর রাখলে সেকথা আরো বেশি স্পষ্ট হয়। সে সবং হোক বা উলুবেড়িয়া তৃণমূলনেত্রী সবসময় ভরসা রেখেছেন সেই পরিবারতন্ত্রের উপর। আর সেই অনেককে মাথায় রেখে আপাতত জোরালো দুটি সম্ভবনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মহেশতলায় শাসকদলের টিকিট পাওয়ার জন্য প্রথম যে নামটি ভেসে উঠেছিল তা হল – রত্না চট্টোপাধ্যায়। কস্তুরী দাসের কন্যা, মহেশতলার চেয়ারম্যান দুলাল দাসের কন্যা, কলকাতার মেয়র তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী শোভন চট্টোপাধ্যের স্ত্রী। দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। সুতরাং, সবমিলিয়ে হাত ফেভারিট রত্নাদেবীই। কিন্তু, আরেকটি মহল থেকে যে নাম ভেসে এসেছে, তাতে রত্নাদেবীর টিকিট পাওয়া নাও হতে পারে। আর তা হল – আকাশ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায়ের ভাইপো ও বর্তমানে তৃণমূলের অঘোষিত দুনম্বর নেতা তথা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। সূত্রের খবর, শাসকদলের এক শক্তিশালী অংশ চাইছে আকাশবাবুকে বিধানসভায় নিয়ে আসতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাই রাজনৈতিক পাঠ নিতে ব্যস্ত আপাতত আকাশ ব্যানার্জি। তবে এই নিয়ে এখনো সরকারি কোনো প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাওয়া যায় নি, শাসকদল সূত্রের খবর এই নিয়ে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তখনই আসল চিত্রটি স্পষ্ট হবে, উত্তর পাওয়া যাবে এই লক্ষ টাকার প্রশ্নের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!