এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী নিলেন সিদ্ধান্ত

ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী নিলেন সিদ্ধান্ত

ফের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটলো হুগলিতে আর তাতে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে করা পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি। হুগলি জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন যেন তিনি  যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাদ মেটানোর ব্যাবস্থা করেন।উলেখ্য,কয়েকদিন আগে হুগলি জেলার তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে আকবর আলি খন্দকার স্মৃতি রক্ষা কমিটির অনুষ্ঠান ঘিরে দ্বন্দ বাঁধে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার নবান্নে অরূপ বিশ্বাস হুগলি জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। সেখানে হুগলি জেলা তৃনমূলের সভাপতি তপন দাশগুপ্ত,কার্যনির্বাহী সভাপতি প্রবীর ঘোষাল,অসীমা পাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।আকবর আলী খন্দকার স্মৃতি রক্ষা কমিটির তরফে উপস্থিত ছিলেন পিন্টু মাহাত ও অজয়প্রতাপ সিং।অন্যদিকে,বিক্ষুব্ধ গোষ্ঠীর তরফে উপস্থিত ছিলেন স্বাতী খন্দকার,বৈদ্যবাটির চেয়ারম্যান অরিন্দম গুঁই,চাপদানির চেয়ারম্যান সুরেশ মিশ্র প্রমুখ।এদিন, অরূপ বাবু দু পক্ষকেই জানিয়ে দেন,কোনওভাবেই গোষ্ঠীদ্বন্দ বরখাস্ত করা যাবে না।আকবর আলি খন্দকার স্মৃতি রক্ষা কমিটি যেমন অনুষ্ঠানে বিক্ষুব্ধ না ডেকে ঠিক করেনি,তেমনই পাল্টা ঠিক হয়নি।এদিনই আকবর আলি খন্দকার স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক পদে অজয়প্রতাপ সিংয়ের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে স্বাতী খন্দকার নিযুক্ত করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!