এখন পড়ছেন
হোম > রাজ্য > “বঙ্গরত্ন” সম্মান পাচ্ছেন এই বঙ্গসন্তান

“বঙ্গরত্ন” সম্মান পাচ্ছেন এই বঙ্গসন্তান


“বঙ্গরত্ন” সম্মান পাচ্ছেন ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রেম বিহারি ঠাকুর। আগামী ৮ জানুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে এসে এই সম্মান তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী।এমনটাই খবর তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে।
উল্লেখ্য, ৯৬ বছরের এই প্রবীণ শিক্ষকের দিনাজপুরের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ প্রশংসনীয়। এদিন শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব কমিটির বৈঠক শেষে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জগদীশ রায় জানান,জেলাস্তর থেকে সম্মান প্রাপকদের নাম এসেছে।তাঁদের সম্মান বাবদ এক লাখ টাকা ও মানপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও “বঙ্গরত্ন” সম্মানে ভূষিত করা হবে একাধিক বঙ্গসন্তান কে। তাঁদের মধ্যে রয়েছেন , শিলিগুড়ির অর্থনীতিবিদ মানস দাশগুপ্ত, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। জলপাইগুড়ি থেকে এই সম্মান পাচ্ছেন লোকসংগীত শিল্পী দীনেশ রায়। কোচবিহারের দুজন, দেবকুমার মুখার্জি ও মলিন দাস ।দেবকুমার বাবু ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।মলিন দাস লোকসংগীত শিল্পী।আলিপুরদুয়ার থেকে দিলীপ রায় ।মালদা থেকে সম্মান পাচ্ছেন প্রাক্তন শিক্ষক রাধা গোবিন্দ ঘোষ।মালদা রামকৃষ্ণ মিশন পরিচালিত বিবেকানন্দ বিদ্যমন্দিরের প্রাক্তন শিক্ষক তিনি।শিক্ষকতা ছাড়াও মালদার ইতিহাস নিয়ে চর্চা করতেন। দক্ষিণ দিনাজপুর থেকে বঙ্গরত্ন পাচ্ছেন গবেষক তাপসকুমার কুন্ডু।কালিম্পং থেকে এই সম্মান দেওয়া হবে চিকিৎসক প্রেম দরজি ভুটিয়াকে। ‘বঙ্গরত্ন” সম্মান বাংলার ইতিহাসকে আরও সম্মৃদ্ধ করবে এবং আরো অনেক বেশি কাজ করার উদ্যম যোগাবে বলেই মনে করছেন বিভিন্ন মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!